যত বড়ই চাঁদাবাজ হোক আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 16th, August 2025 GMT
চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে যত বড় চাঁদাবাজ থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে।
শনিবার (১৬ আগস্ট) সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কেউ তা ঠেকাতে পারবে না। নির্বাচনে কেউ বাধা দিতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। প্রধান উপদেষ্টা যে মাসে নির্বাচন হওয়ার কথা বলেছেন, সেই মাসেই তা হবে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না।”
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করেন এবং এর ভয়াবহতা তুলে ধরেন।
ঢাকা/এমআর/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।