বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য পেশাগত দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। নতুন দক্ষতা কর্মজীবনের গুরুত্বপূর্ণ ধাপ পার হওয়ার ক্ষেত্রে কিংবা নতুন সুযোগ তৈরির ক্ষেত্রে সাহায্য করতে পারে।
ইউডেমি
ইউডেমিতে ডিজাইন, মিউজিক, ফটোগ্রাফি, আইটি, সফটওয়্যার, বিজনেস ইত্যাদি বিষয়ের ওপর এক লাখ ৮৩ হাজারেরও বেশি ভিডিও কোর্স আছে। ফটোশপ, প্রোগ্রামিং, মেশিন লার্নিংসহ যে বিষয়েই কিছু শিখতে চান– ইউডেমিতে সেই সংশ্লিষ্ট কোর্স পাবেন। এসব কোর্স আপনার ক্যারিয়ারের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
https://www.
কোর্সেরা
অনলাইন কোর্সের জন্য কোর্সেরা আরেকটি স্বনামধন্য প্রতিষ্ঠান। কোর্সেরার কোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-সমর্থিত ক্লাসও অন্তর্ভুক্ত থাকে, যেগুলোর সাহায্যে দক্ষতা বাড়ানোর সুযোগ থাকে। কম্পিউটার, ডেটা সায়েন্স, ব্যবসা, তথ্যপ্রযুক্তি এবং ব্যক্তিগত উন্নয়নের বিভিন্ন কোর্স পাওয়া যায় এই ওয়েবসাইটে।
https://www.coursera.org/
এডেক্স
বিশ্বের অসংখ্য মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের কোর্স এই ওয়েবসাইটে পাওয়া যায়। গ্রাহকরা চাইলে এডেক্সের ‘ফ্রি-টু-ডিগ্রি’ প্রোগ্রামে অংশ নিয়ে তাদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন, যা তাদের কোডিং, নেটওয়ার্কিং, বিজনেস ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতা অর্জনে ভূমিকা রাখবে।
https://www.edx.org/
কোড একাডেমি
অনেক বড় চাকরির ক্ষেত্রে প্রযুক্তি ও কোডিংয়ের দক্ষতা প্রয়োজন হয়। এসব বিষয় আরও ভালোভাবে শিখতে কোড একাডেমির সাহায্য নিতে পারেন। এই ওয়েবসাইটে বিনামূল্যে এবং অর্থের বিনিময়ে উভয় ধরনের কোর্সই আছে। বিনামূল্যের কোর্সগুলোতে বিভিন্ন রকম কোডিং ল্যাংগুয়েজ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে, আর মাসিক সাবস্ক্রিপশন-ভিত্তিক কোর্সগুলোতে ধাপে ধাপে শেখার সুযোগ আছে এবং কোর্স শেষে সার্টিফিকেটও পাওয়া যাবে।
https://www.codecademy.com/
স্কিলক্রাশ
যারা অন্য পেশা থেকে কোডিং ও ডিজাইন খাতে পেশা পরিবর্তন করতে চান, তাদের লক্ষ্য করে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। স্কিলক্রাশের কোর্সগুলো প্রজেক্ট ও মেন্টরভিত্তিক এবং কোর্সে পুরো একটি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে হয়। এ জন্য মেন্টররা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নিয়োগদাতারা অনেক সময় বাস্তব জীবনে কোনো প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছেন কিনা, তার প্রমাণ দেখতে চায়। এই কোর্স করলে নিয়োগদাতাদের এই চাহিদা পূরণ করা সম্ভব হবে।
https://skillcrush.com/
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পায়ের আঙুল লাগানো হলো হাতে
হাতের আঙ্গুলের জায়গায় পায়ের আঙ্গুল এনে সফলভাবে প্রতিস্থাপন করেছেন একদল চিকিৎসক। গত সপ্তাহে কুমিল্লার পিপলস হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছে। এর নেতৃত্ব দিয়েছেন অর্থোপেডিক সার্জন কামরুল ইসলাম মামুন। কুমিল্লায় প্রথমবারের মতো এমন জটিল অস্ত্রোপচার সফল হয়েছে বলে দাবি চিকিৎসকদলের।
শনিবার (২ আগস্ট) রাইজিংবিডির সঙ্গে কথা হয় সার্জন কামরুল ইসলাম মামুনের। তিনি বলেন, ‘‘এর আগে আমরা একটি বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়েছিলাম। এবার সফলভাবে হাতের আঙ্গুলের জায়গায় পায়ের আঙ্গুল একটি পায়ের আঙুল হাতে প্রতিস্থাপন করেছি। কুমিল্লায় অঙ্গ প্রতিস্থাপন এটাই প্রথম।’’
জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা আশরাফুল আলম (৪২) সৌদি আরবে গাড়ি চালাতেন। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল কাটা যায়। এরপর দেশে ফিরে একাধিক হাসপাতালে ঘুরলেও হতাশ হন তিনি। পরে কুমিল্লায় আসেন। এখানকার চিকিৎসকেরা তার হাতের আঙ্গুলের জায়গায় পায়ের একটি আঙুল এনে প্রতিস্থাপন করেন।
আশরাফুল বলেন, ‘‘ভাবিনি দেশে এমন চিকিৎসা সম্ভব। কাটা আঙ্গুল নিয়ে সৌদি আরবেও গিয়েছিলাম। কিন্তু, কাজের অক্ষমতায় ফিরে আসতে হয়েছে। অবশেষে কুমিল্লায় এসে আবার আশার আলো দেখলাম।’’
জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমদ বলেন, ‘‘কুমিল্লায় অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা আগে কখনো শুনিনি। এ ধরনের অস্ত্রোপচার দেশে কম খরচে করা গেলে সাধারণ মানুষের উপকার হবে।’’
ঢাকা/রুবেল/রাজীব