বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিতে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়াই মুশকিল! তার রূপ, অভিনয় আর ঝড় তোলা নাচ ভোলার মতো নয়। একজন বাঙালি অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। অভিনয় আর নৃত্যশৈলীর কারণে হাততালি যেমন কুড়িয়েছেন, তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে বার বার আলোচনার উঠে এসেছেন এই তারকা। এবার কানাডায় গিয়ে কটাক্ষের মুখে পড়লেন মাধুরী। 

মিড ডে এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি কানাডা ট্যুরে গিয়েছেন মাধুরী দীক্ষিত। তার বেশ কয়েকটি স্টেজ শো রয়েছে। প্রথম শোয়ের দিন ৩ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানস্থলে পৌঁছানে এই অভিনেত্রী। এ নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী। কেবল তাই নয়, এ অভিনেত্রীর পরবর্তী শো বয়কটেরও দাবি উঠেছে। 

আরো পড়ুন:

ঋত্বিক ঘটক কীভাবে বিধু বিনোদ চোপড়ার নাম রাখেন?

আমি আজ যা কিছু, সবই নারীদের জন্য: শাহরুখ

মাধুরীর এ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিশাল দেবগন লেখেন, “বাজে শো। অন্তত দর্শকদের সময় নিয়ে একটু ভাবুন।” আরেকজন লেখেন, “রাতে কি একটা বাজে অনুষ্ঠান.

..আর তারা এর জন্য টাকা পায়?” অন্য একজন লেখেন, “এটি মাধুরীর কাণ্ডজ্ঞানহীন আচরণ।”  

পদ্মা সিং লেখেন, “এটা খুবই খারাপ অনুষ্ঠান ছিল। এত অগোছালো। অনেক লোক বেরিয়ে যান। মানুষ টাকা ফেরতের জন্য চিৎকার করছিল এবং একঘেয়েমি ছিল। মাধুরী সুন্দরী অভিনেত্রী; শো দেখতে যারা গিয়েছিলেন, তাদের প্রত্যেককে এ বিষয়ে একমত হবেন। কিন্তু আয়োজনটা খুব খারাপ হয়েছে।” 

মাধুরীর শো না দেখার আহ্বান জানিয়ে একজন লেখেন, “আপনাদের একটি পরামর্শ দিই, আপনারা কেউ মাধুরীর শোয়ে গিয়ে পয়সা নষ্ট করবেন না।” অনেক অংশগ্রহণকারী জানিয়েছেন, অনুষ্ঠান শুরুর কথা ছিল সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু অনুষ্ঠান শুরু হয় রাত ১০টার দিকে। এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। 

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আতাউর রহমান (৩৫) নামের একজন গুরুতর আহত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতাউর কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।

গতকালের ওই ঘটনার পরপরই ছোট ইতালি গ্রামের বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও ডিবি সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা হাতবোমা। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে উদ্ধার হওয়া হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন। পরে বাড়িটি সিলগালা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে আতাউর রহমানসহ কুমিল্লা থেকে আসা চার ব্যক্তি ছোট ইতালি গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে ওঠেন। মুক্তারের স্ত্রী নাছিমা আক্তার (৪৫) মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। গতকাল দুপুর ১২টার দিকে মুক্তারের বাড়ির ভেতরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হন। পরে বাড়ির ভেতর প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানকে উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়ার পর মুক্তার হোসেনের তিন সহযোগী দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত আতাউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত হাতবোমা ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাগবাড়ি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনার সঙ্গে আগামী নির্বাচনে নাশকতার পরিকল্পনার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ফিফপ্রোর একাদশ: মেসি–রোনালদোর জায়গা হয়নি, ইয়ামাল সর্বকালের সর্বকনিষ্ঠ
  • নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
  • অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ান মারা গেছেন
  • এক যে আছে মন
  • নিউ ইয়র্কে মেয়র নির্বাচন আজ, কুওমোকে সমর্থন ট্রাম্পের
  • ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলে সেনাবাহিনীর সাবেক প্রসিকিউটর গ্রেপ্তার
  • ত্রাস সৃষ্টি, টার্গেট কিলিং: ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অন্ধকারাচ্ছন্ন ভাবমূর্তি
  • ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার