চলতি মাসে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আফ্রিকান দুটি দলের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডনে ও ফ্রান্সের লিলে। এই দুই ম্যাচের জন্য গতকাল ২৬ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের এই দলে এমন তিন খেলোয়াড়কে ডেকেছেন আনচেলত্তি, যাঁরা এর আগে ইতালিয়ান এই কোচের ব্রাজিল দলে ডাক পাননি। পাশাপাশি নেইমারকেও দলের বাইরে রেখেছেন আনচেলত্তি।

পালমেইরাস স্ট্রাইকার ভিতর রক, সৌদি ক্লাব আল ইত্তিহাদের ৩২ বছর বয়সী মিডফিল্ডার ফাবিনিও এবং ব্রাজিলিয়ান ক্লাব বাহিয়ার লেফট ব্যাক লুসিয়ানো জুবাকে দলে ডেকেছেন আনচেলত্তি। ভিতর রক ২০২৩ সালের মার্চে এক ম্যাচ খেলেছেন ব্রাজিলের হয়ে। ২০২২ বিশ্বকাপের পর এই প্রথম ব্রাজিল দলে ডাক পেলেন ৩২ বছর বয়সী ফাবিনিও। আনচেলত্তির ব্রাজিল দলে দুজনেই ডাক পেয়েছেন প্রথমবারের মতো। ব্রাজিলের ঘরোয়া মৌসুমে ৫৬ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি ৮টি গোল করানো জুবা প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রাজিল দলে। আনচেলত্তি তাঁকে নিয়ে বলেছেন, ‘কৌশলগত দিক থেকে সে গুরুত্বপূর্ণ.

..মাঝমাঠেও খেলতে পারে। বাহিয়ার হয়ে সে ভালো খেলছে।’

ভিতর রক দীর্ঘদিন পর ফিরলেন ব্রাজিল স্কোয়াডে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র জ ল দল

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি