নাবিলার উপস্থাপনায় আজ শুরু ‘স্টারশিপ ফিউশন কিচেন: সিজন-২’
Published: 4th, November 2025 GMT
ফিউশন রান্না এখন শুধু রেস্তোরাঁয় নয়, ঘরোয়া রান্নায়ও জনপ্রিয় এক ধারায় পরিণত হয়েছে। দেশি রেসিপির সঙ্গে বিদেশি স্বাদের মেলবন্ধনে তৈরি হয় নতুন স্বাদের খাবার। ফিউশন রান্নার এই শিল্পকে আরও বড় পরিসরে তুলে ধরতে স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে নির্মিত অনুষ্ঠান ‘স্টারশিপ ফিউশন কিচেন’; পাওয়ার্ড বাই আমা।
 প্রথম আসরের সফলতা এবং দর্শক ও রন্ধনপ্রেমীদের ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে আজ প্রচার শুরু হচ্ছে এর দ্বিতীয় আসর। মোট ৩০ পর্বের রান্নাবিষয়ক অনুষ্ঠানটি আজ থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ১০টা ৫ মিনিটে একযোগে প্রচারিত হবে চ্যানেল আই, ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’এবং প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।
 গতবারের মতো এবারের আয়োজনটিও উপস্থাপনায় থাকছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। প্রতি পর্বে তাঁর সঙ্গে যোগ দেবেন দেশ-বিদেশের দুজন খ্যাতনামা রন্ধনশিল্পী, যাঁরা ফিউশন রান্নার নানা কৌশল ও সৃজনশীলতা তুলে ধরবেন দর্শকের সামনে।
অনুষ্ঠানটি প্রসঙ্গে স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শোয়েব মো.                
      
				
মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘আমাদের খাবার শুধু ঐতিহ্যের নয়, গর্বেরও বিষয়। প্রথম সিজনে আমরা সেই ঐতিহ্যকে নতুনভাবে দেখেছিলাম। এবার আমরা চেষ্টা করছি বাংলাদেশের রান্নার স্বাদকে আন্তর্জাতিক পর্যায়ে আরও গ্রহণযোগ্য করে তুলতে। আশা করি, দর্শক ও রন্ধনপ্রেমীরা উপভোগ করবেন।’
‘স্টারশিপ ফিউশন কিচেন: সিজন-২’ সম্পর্কে বিস্তারিত তথ্য, রেসিপি ও আপডেট জানা যাবে স্টারশিপ সয়াবিন তেলের অফিশিয়াল ফেসবুক পেজ, ‘স্টারশিপ ফিউশন কিচেন’ ইউটিউব চ্যানেল এবং www. starshipfusionkitchen.com ওয়েবসাইটে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ উশন র ন ন আরও ব প রথম
এছাড়াও পড়ুন:
বাবুল’র উদ্যোগে ৩০০ শয্যা হাসপাতালের পরিচ্ছন্ন কার্যক্রম চলমান
বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল এর উদ্যোগে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপার ডা. মো. আবুল বাশার এর নির্দেশনায় হাসপাতালের প্রবেশ পথ থেকে শুরু করে সকল অলিগলির রাস্তা, হাসপাতালের ১ম ফ্লোর, ২য় ফ্লোর ও আবাসিক কোয়াটার তার নিজস্ব কর্মী দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও ফুল গাছের পরিচর্যা এবং ড্রেন পরিস্কার করান।
স্বাস্থ্য সেবার মানোন্নয়নে, বায়ু দূষণ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় নিয়ে নিজস্ব কর্মী দিয়ে হাসপাতাল পরিস্কারের কাজ করান।
এ ব্যাপারে আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমার বাড়ির খুব কাছেই এই হাসপাতালটি, নাগরিক দায়িত্ব থেকে এই হাসপাতালের চিকিৎসা সেবা ও পরিবেশ উন্নয়নে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আমি ভবিষ্যতেও জনগণের স্বার্থে কাজ করে যাব। 
 উল্লেখ্য যে গত ২৩ অক্টোবর ৩০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করেন আবু জাফর আহমেদ এবং নিজ অর্থায়নে ২জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেন।
এছাড়াও তার পক্ষে সেচ্ছাসেবক দিয়ে তিনি নিয়মিত এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও তার এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।