গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে সেনাবাহিনী ও পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

সোমবার রাত ৮টার দিকে বোর্ডবাজার এলাকার কালাই মার্কেটের নুর এসএমএস ফ্যাসন ওয়্যার লিমিটেডের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এক ঘণ্টা পর তাদের সরিয়ে দেওয়া হলে রাত ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, বোর্ডবাজার এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে এক ব্যক্তি উপঠিকায় শ্রমিকদের দিয়ে কাজ করাতেন। নুর এসএমএস ফ্যাসন নামের ওই কারখানার মালিক বেতন পরিশোধ না করে পালিয়ে গেছে– এমন খবরে ভবন মালিক কারখানায় তালা লাগিয়ে দেন। সোমবার বিকেলে শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা চত্বরে জড়ো হচ্ছিলেন।

পরে ভবন মালিক তালা লাগিয়ে দেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ