Samakal:
2025-09-17@23:34:56 GMT

বেতন দাবিতে মহাসড়কে

Published: 27th, January 2025 GMT

বেতন দাবিতে মহাসড়কে

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে সেনাবাহিনী ও পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
সোমবার রাত ৮টার দিকে বোর্ডবাজার এলাকার কালাই মার্কেটের নুর এসএমএস ফ্যাসন ওয়্যার লিমিটেডের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এক ঘণ্টা পর তাদের সরিয়ে দেওয়া হলে রাত ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, বোর্ডবাজার এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে এক ব্যক্তি উপঠিকায় শ্রমিকদের দিয়ে কাজ করাতেন। নুর এসএমএস ফ্যাসন নামের ওই কারখানার মালিক বেতন পরিশোধ না করে পালিয়ে গেছে– এমন খবরে ভবন মালিক কারখানায় তালা লাগিয়ে দেন। সোমবার বিকেলে শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা চত্বরে জড়ো হচ্ছিলেন। পরে ভবন মালিক তালা লাগিয়ে দেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ