‘বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে’ ২০২৭ পর্যন্ত দায়িত্বে সিম
Published: 25th, March 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে এবার দুই বছরের জন্য আবারো নিয়োগ দিলো বিসিবি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও কোচ থাকবেন বাংলাদেশ দলের সঙ্গে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে। চন্ডিকা হাথুরুসিংহকে ফারুক আহমেদের বোর্ড বরখাস্ত করার পর ফিল সিমন্সকে নিয়োগ দেওয়া হয়। গত বছরের আগস্টে তাকে দায়িত্ব দেয় বিসিবি।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় সিমন্সকে না রাখলেও কাছাকাছি রাখতে হয়। খেলোয়াড়ি জীবনে বেশ সমৃদ্ধ ছিল তার ক্যারিয়ার। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলতেন সিমন্স। নব্বই দশকে ওয়েস্ট ইন্ডিজের সোনালী সময়ের খেলোয়াড়দের অন্যতম সিমন্স। আয়ারল্যান্ড, আফগানিস্তানের সাবেক কোচ সিমন্স। এখন কাজ করছেন পাকিস্তান সুপার লিগে। চ্যাম্পিয়নস ট্রফির পরপরই বিসিবি জানিয়েছিল, সিমন্সকে নিয়ে তারা ইতিবাচক। পুনরায় কোচ হওয়ার প্রস্তাব করা হয়েছিল। দুই পক্ষের আলোচনা ও চুক্তি শেষে বিসিসি আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে সিমন্সের নাম ঘোষনা করেছে।
আরো পড়ুন:
হাসপাতালের পথেই তামিমের ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’, যা জানা গেল
বাংলাদেশের কোচ-অধিনায়ক চূড়ান্ত হবে সোমবার
পুনরায় বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সিমন্স, ‘‘বাংলাদেশ ক্রিকেটের সাথে দীর্ঘমেয়াদীভাবে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে প্রতিভা অফুরন্ত এবং আমি বিশ্বাস করি আমাদের একসাথে দুর্দান্ত কিছু অর্জনের সম্ভাবনা রয়েছে। আমি সামনের যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’’
‘‘ইতিমধ্যেই কিছু ব্যতিক্রমী খেলোয়াড়ের সাথে কাজ করার পর, আমি এই দলে প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাদের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। একসাথে, আমরা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি এবং সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি।’’
‘‘গত কয়েক মাস ধরে বাংলাদেশ দলের সাথে আমার সময় অবিশ্বাস্যভাবে ফলপ্রসূ হয়েছে। এই দলের মধ্যে শক্তি, প্রতিশ্রুতি এবং ক্ষমতা চিত্তাকর্ষক। আমি এই খেলোয়াড়দের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে পেরে উচ্ছ্বসিত।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স মন স ক জ কর
এছাড়াও পড়ুন:
সালাউদ্দিনের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, বেতন বেড়ে প্রায় ১০ লাখ
স্বল্প মেয়াদে চুক্তিবদ্ধ হয়ে সিনিয়র সহকারী কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর কাজে আস্থা দেখে মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।
শুরু থেকে হিসেব করলে তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন দেশসেরা এই কোচ। শুধু তাই নয়, বেতন বেড়ে প্রায় ১০ লাখ ছুঁই ছুঁই করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৩০ জুন বিসিবির ১৯তম বোর্ড মিটিংয়ে চুক্তি কার্যকর করে পরিচালনা পর্ষদ। ২০২৪ সালের শেষে আরব আমিরাত সফর দিয়ে কাজ শুরু করেন সালাউদ্দিন। প্রাথমিকভাবে চুক্তি হয়েছিল চলতি বছরের মার্চের ১৫ তারিখ পর্যন্ত।
আরো পড়ুন:
বিসিএলে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার
তিন সপ্তাহের জন্য আসছেন উড, মনোবিদ স্কট
সালাউদ্দিনের বেতন নির্ধারণ করেছিলেন তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। ৭ লাখ থেকে সর্বোচ্চ ৮ লাখ টাকার মধ্যে পেতেন সালাউদ্দিন।
এবার সেটি বেড়ে হয়েছে ৯ লাখ ৬১ হাজার টাকা। প্রায় ১০ লাখ টাকা বেতনের সঙ্গে দলের সিরিজ ও সফরকালীন সুযোগ-সুবিধা পাবেন এই কোচ।
নতুন চুক্তিতে বছরে সর্বোচ্চ ছুটি ধরা হয়েছে ৪০ দিন। ৩০ দিনের নোটিশে চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে। এমনিতে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ডেরায় থাকবেন এই কোচ।
ঢাকা/রিয়াদ/আমিনুল