ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে অন্তত সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে চোট পাওয়ার পর মাঠ ছাড়েন তিনি।
আগামীকাল প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ পেপ গার্দিওলা জানান, ‘দলীয় চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন, হল্যান্ডকে পাঁচ, ছয় কিংবা সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’
চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত নতুন ফরম্যাটে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই আসরের আগেই হল্যান্ডকে ফিট পাওয়ার আশা করছে ম্যানচেস্টার সিটি।
চোটের আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচে ২১ গোল করেছেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৩০ গোল করে চলতি মৌসুমেও সিটির আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। তাই তার অনুপস্থিতি ম্যানচেস্টার সিটির জন্য বড় ধাক্কা।
তবে খেলোয়াড়দের চোটের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলছেন কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘এর সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি। মৌসুম জুড়েই এমনটা ঘটছে।’
তবে তিনি আশা করেন, হল্যান্ড দ্রুত সুস্থ হয়ে ফিরবেন, ‘আমাদের দলে যারা চোট পেয়েছে, তাদের জন্য সত্যিই দুঃখিত। আর্লিংয়ের জন্যও কষ্ট লাগছে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি, যেন সে যত দ্রুত সম্ভব ফিরে আসতে পারে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে