সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মারাদাইরা হাওরের ফসল রক্ষা বাঁধের ঢাল থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা একটার দিকে ধর্মপাশা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

ধর্মপাশা থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন থেকে চার দিন ধরে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মারাদাইরা হাওরের ফসল রক্ষা বাঁধ এলাকায় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে এলোপাতাড়ি ঘোরাফেরা করতে দেখা যায়। আজ বেলা ১১টার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় ফসল রক্ষা বাঁধের ঢালে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, ‘স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় সম্ভব নয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ