যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব
Published: 16th, August 2025 GMT
এবার সাকিব আল হাসান নাম লেখালেন যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে। এই টুর্নামেন্টের দল আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন সাকিব। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাকিবের খেলা নিশ্চিত করেছে দলটি।
ফেসবুকে আটলান্টা ফায়ারের পোস্টে লেখা হয়েছে, ‘আমরা রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগের মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দেবেন। ব্যাটে–বলে একজন গেম–চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলে যোগ হবে। আটলান্টায় তাঁর জাদু দেখতে তৈরি থাকুন।’
মাইনর লিগ ক্রিকেট যুক্তরাষ্ট্রের একটি পেশাদার টি-টোয়েন্টি লিগ। সেখানকার বড় প্রতিযোগিতা মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) জন্য এটি উন্নয়নমূলক লিগ। ২০২১ সাল থেকে মাইনর ক্রিকেট লিগ শুরু হয় যুক্তরাষ্ট্রে।
এ বছর সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র আটল ন ট ম ইনর
এছাড়াও পড়ুন:
ফরিদগঞ্জ যুবলীগের সাবেক আহ্বায়ক শাহীন গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ঢাকা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক গ্রেপ্তার
যৌনপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, গ্রেপ্তারের খবর পেয়ে আবু সুফিয়ান শাহীনকে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসা হয়। শুক্রবার (৩ অক্টোবর) সকালে একটি মামলায় তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা/জয়/বকুল