বিশ্বে সবচেয়ে বড় মানবিক সংকটে সুদান
Published: 15th, April 2025 GMT
বিশ্বে সবচেয়ে বড় মানবিক সংকটে ভুগছে সুদান। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার জন্য দেশটির বেসামরিক নাগরিকদের মূল্য দিতে হচ্ছে। জাতিসংঘ ও এনজিওগুলো এ তথ্য জানিয়েছে।
স্থগিত শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রয়াসে যুক্তরাজ্যে মঙ্গলবার ২০টি দেশের মন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। তবে, ইউক্রেন এবং গাজার যুদ্ধসহ অন্যান্য সংকটের কারণে কূটনৈতিক প্রচেষ্টা স্থগিত হয়ে পড়ছে।
খার্তুমে সুদানী সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার দুই বছর পর, পশ্চিম দারফুর অঞ্চলে শরণার্থী শিবিরগুলোতে আরএসএফের হামলায় শত শত লোক নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এটি যুদ্ধের সর্বশেষ দৃশ্যমান নৃশংসতা।
সুদানের পাঁচ কোটি ১০ লাখ মানুষের জন্য এর পরিণতি ভয়াবহ। হাজার হাজার মানুষ মারা গেছে বলে জানা গেছে। লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে ৪০ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে চলে গেছে।
অক্সফামের আঞ্চলিক অ্যাডভোকেসি ম্যানেজার এলিস নালবান্দিয়ান বলেন, “সুদান এখন আগের যেকোনো সময়ের চেয়েও খারাপ অবস্থায় আছে। সবচেয়ে বড় মানবিক সংকট, সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকট, সবচেয়ে বড় ক্ষুধা সংকট.
সুদানে আন্তর্জাতিক রেড ক্রস প্রতিনিধি দলের প্রধান ড্যানিয়েল ও'ম্যালি বলেছেন, সংঘাতে আন্তর্জাতিক মানবিক আইনের “ব্যাপক পরিমাণে লঙ্ঘন হয়েছে। দেশের যেখানেই থাকুক না কেন, সব বেসামরিক জনগণ মূলত এক, দুই বা ততোধিক দলের মধ্যে আটকা পড়েছে। এবং তারা সবকিছুরই বোঝা বহন করছে। নিছক পরিসংখ্যানগুলোই অবাক করার মতো।”
গত মাসে সুদানের সেনাবাহিনী খার্তুমের অত্যন্ত প্রতীকী প্রেসিডেন্সিয়াল প্রাসাদ পুনরুদ্ধার করে এবং রাজধানীর বেশিরভাগ অংশ পুনরুদ্ধার করে। জাতিসংঘ জানিয়েছে, দারফুরে আরএসএফের সাম্প্রতিক হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//