ইংলিশ প্রিমিয়ার লিগের মতো স্প্যানিশ লা লিগা থেকেও চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে অংশ নেবে পাঁচ দল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ক্লাবগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে চ্যাম্পিয়নস লিগে ওঠার জন্য অতিরিক্ত যে ফাঁকা জায়গা, সেখানে লা লিগা দ্বিতীয় স্থান অধিকার করার পর এটা নিশ্চিত হয়।

চ্যাম্পিয়নস লিগের কাঠামো সংস্কার করে ৩৬ দলের আসরে উন্নীত করতে গত বছর ইউরোপিয়ান পারফরম্যান্স স্পট (ইপিএস) চালু করে উয়েফা। প্রিমিয়ার লিগের পর লা লিগাও এই ইপিএস পেয়ে যাওয়ায় পাঁচ দলের খেলা নিশ্চিত হলো। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে দুটি লিগকে ইপিএস দেওয়া হয়।

আরও পড়ুনযাঁরা মেসিকে ‘মেসি’ বানিয়েছেন—কেমন সেই দুই কোচ১০ ঘণ্টা আগে

গত ৮ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্সেনালের ৩–০ গোলে জয়ে উয়েফা কোএফিশিয়েন্ট র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়। ৩৬টি দলের পরিবর্ধিত কাঠামোর চ্যাম্পিয়নস লিগে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দুটি দেশের পাঁচটি করে ক্লাব পরবর্তী মৌসুমে খেলার সুযোগ পায়। গত বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগ থেকে লাৎসিওর বিদায় ও অ্যাথলেটিক বিলবাওয়ের জয়ের পর এই র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত হয় স্পেনের।

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে এই সুযোগ পেয়েছে ইতালি ও জার্মানি। ইতালি থেকে বোলোনিয়া সিরি ‘আ’তে পঞ্চম হয়েও খেলার সুযোগ পেয়েছে এবং জার্মানি থেকে বরুসিয়া ডর্টমুন্ড বুন্দেসলিগায় পঞ্চম হয়েও সুযোগ পেয়েছে খেলার।

পরশু অ্যাথলেটিক বিলবাওয়ের জয়ে স্পেন থেকে নিশ্চিত হয়ে পাঁচ দলের অংশগ্রহন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ ন শ চ ত হয় ইউর প

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা