ফরিদপুরের ভাঙ্গায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। 

গতকাল শনিবার সকালে এসএসসি পরীক্ষার্থী হাসিব মোল্লার (১৮) মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

হাসিব চুমুরদী গ্রামের মৃত লিটন মোল্লার ছেলে। সে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল। 

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসাইন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসিব মানসিক সমস্যায় ভুগছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

হাসিবের হঠাৎ মৃত্যুর খবরে শোক নেমে এসেছে গ্রামজুড়ে। তাকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই গ্রামের বাড়িতে যায় তার সহপাঠীরাসহ গ্রামের শত শত মানুষ। 

হাসিবের মা বিউটি বেগম জানান, শুক্রবার রাত ১২টার দিকে হাসিবকে লেখাপড়া করতে দেখে তিনি নিজ কক্ষে শুয়ে পড়েন। এর পর রাত ৩টার দিকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি ছেলের কক্ষে গিয়ে দেখেন, তাঁর ছেলে টিনের চালের আড়ার সঙ্গে গলায় গামছা লাগানো অবস্থায় ঝুলছে। তাঁর চিৎকারে বাড়ির অন্য লোকজন এগিয়ে আসে। পরে হাসিবকে নিচে নামিয়ে তাৎক্ষণিক ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা সরকারি কেএম কলেজের অধ্যাপক এ বি এম মিজানুর রহমান জানান, হাসিব কেএম কলেজে চলতি বছর এসএসসির তিনটি পরীক্ষায় অংশ নেয়। সে মেধাবী শিক্ষার্থী ছিল। তার হঠাৎ মৃত্যু নিয়ে ধোঁয়াশায় রয়েছে সহপাঠীরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এসএসস পর ক ষ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।

কিচেন হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

বেকার হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

যোগ্যতা—

১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।

৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।

সুযোগ-সুবিধা—

১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।

২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।

৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০
  • আইএইচটি ও ম্যাটসের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা