আইয়ুব বাচ্চুর জন্মদিনে কনসার্টে গাইবেন পিজিত
Published: 16th, August 2025 GMT
উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট, ‘গিটারের জাদুকর’খ্যাত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর আজ ৬৪তম জন্মবার্ষিকী। দিনটিকে ঘিরে প্রতিবছরের মতো এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করছেন তার ভক্ত ও অনুরাগীরা।
চট্টগ্রামে বিশেষ আয়োজন করেছে সাউন্ড ইভোলেশন। আগামী ১৭ আগস্ট চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হবে ‘ট্রিবিউট টু এবি’ শিরোনামের কনসার্ট। এখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রায় ১২টি ব্যান্ড আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান পরিবেশন করবে।
কনসার্টে অংশ নেবে ব্যান্ড ফিডব্যাক, ক্ষ্যাপার দল, পিজিত অ্যান্ড ব্যান্ড, চাটগাঁসহ আরও অনেকে।
ব্যান্ড ‘চাটগাঁ’র প্রধান সংগীতশিল্পী পিজিত মহাজন বলেন, “বাচ্চু ভাইয়ের গান শুনে আর স্টেজে তার গান গেয়েই আমার বেড়ে ওঠা। এখন ঢাকায় নিয়মিত সংগীত নিয়ে কাজ করছি। এবির সঙ্গে একসঙ্গে কনসার্ট করার স্মৃতিও রয়েছে আমার। আশাকরি দারুণ একটি সংগীত সন্ধ্যা হবে। বহুদিন পর চট্টগ্রামের সব সংগীতশিল্পীর মিলনমেলা ঘটবে। বস বেঁচে থাকবেন গানে গানে শত বছর।”
রাহাত//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে
জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।
এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?
প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।
প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।
কালও রান করতে পারেননি শামীম