জাবি উপ-উপাচার্যের ফেসবুক আইডি হ্যাক
Published: 29th, April 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের ফেসবুক আউডি হ্যাক করে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করতে মঙ্গলবার তার ফেসবুক আউডি হ্যাক করে দুর্বৃত্তরা। একইসঙ্গে ০১৩৩৭৫৩৪৯৬৬ মোবাইল নম্বর থেকে কল করে বিভিন্ন ধরনের আপত্তিকর তথ্য প্রচার করা হচ্ছে । এছাড়াও ০১৩৩৬৯৩০৯৯২ বিকাশ নম্বর থেকে কল করে বিভিন্ন পরিমাণ টাকা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে মেসেজ দেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
জুলাই হামলাকারীদের শাস্তি চেয়ে জাবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’
জাবিতে জুলাই হামলায় জড়িত ২৬৮ শিক্ষক-শিক্ষার্থীকে শাস্তি
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.
ওই ফেসবুক আইডি এবং মোবাইল নম্বর থেকে আসা মেসেজে কিংবা ফোনকলে বিভ্রান্ত না হওয়া, কোনো রকম আর্থিক লেন-দেন না করা এবং এ ব্যাপারে সবাইকে সর্তক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
অপরাধীকে সনাক্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।
ঢাকা/আহসান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপ উপ চ র য ফ সব ক
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।