বরগুনার পায়রা নদী থেকে মৃত ইরাবতী ডলফিন উদ্ধার
Published: 2nd, May 2025 GMT
ছবি: সংগৃহীত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে নানা অভিযোগে বিএনপির ৮ নেতার পদ স্থগিত
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও এনায়েতপুর থানা বিএনপির বিভিন্ন ইউনিটের আট নেতার সব পদ স্থগিত করেছে জেলা বিএনপি। একই অভিযোগে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাতে এ বিষয়ে পৃথক দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা বিএনপি। বিষয়টি আজ শনিবার সকালে প্রথম আলোকে নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ।
প্রথম বিজ্ঞপ্তিতে উল্লাপাড়া উপজেলায় যাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে, তাঁরা হলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, সাবেক সদস্যসচিব মুকুল হোসেন, সদস্য আশরাফুল ইসলাম, পঞ্চকোকড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী এবং বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুর রশিদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে।
এ ছাড়া উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নেতা-কর্মীদের বিরত রাখতেই অভিযোগ প্রাথমিক যাচাইয়ের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে দলের স্বার্থে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।