পাকিস্তান সফরে সম্মতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের সদস্যরা। তবে পাঁচ ম্যাচের সিরিজ কমিয়ে তিন ম্যাচ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছে লিটন দাসের দল।

বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল অবস্থান করছে আরব আমিরাতে।

সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। পাকিস্তান যাওয়ার বিষয়ে সকলে সম্মতি দিলেও সঙ্গে দিয়েছেন ম্যাচ কমানোর শর্তে।

আরো পড়ুন:

বদলে যাচ্ছে পাকিস্তান সিরিজের সূচি

বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান

ব্যস্ত সূচিতে নিজেদের ফিট রাখতে ক্রিকেটাররা এমন দাবি করেছেন। ২৫ মে থেকে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি ২৭ মে করা হয়। পাঁচ ম্যাচ শেষ হবে ৫ জুন। এরপর দেশে এসে আবার তিন সংস্করণের সিরিজ খেলতে উড়াল দিতে হবে শ্রীলঙ্কায়।

সবকিছু বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ কমানোর কথা বলেছেন বলে জানিয়েছে ক্রিকেট অপারেশন্স। রাইজিংবিডিকে সূত্রটি জানায়, “ক্রিকেটারদের পাকিস্তান যেতে কোনো সমস্যা নেই। কিন্তু তারা পাঁচ ম্যাচ কমিয়ে তিন ম্যাচে আনার কথা বলেছে। আমরা সে অনুযায়ী কাজ করছি।”

এদিকে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজকে বাড়িয়ে তিন ম্যাচ করতে আমিরাত ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে বিসিবি। ভ্রমণের ঝক্কি কমাতেই মূলত টিম ম্যানেজম্যান্টের পরামর্শে এমন আমিরাতকে এমন অনুরোধ করে বিসিবি।

ক্রিকেট অপারেশন্স সূত্র জানায়, আমিরাতের বিপক্ষে খেলে দেশে এসে আবার পাকিস্তানের জন্য বিমান ধরতে হবে। এসব ঝক্কি কমাতে বিসিবি অনুরোধ করেছে। তবে এখনো কোনো কিছুই নিশ্চিত না।

সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে আগামীকাল ১৯ মে, শারজাহতে। আমিরাত ক্রিকেট বোর্ড যদি সবুজ সিগন্যাল দেয় তাহলে দুই দিন বিরতি দিয়ে হতে পারে আরেকটি ম্যাচ। এরপর পাকিস্তানের উদ্দেশ্যে যাওয়ার চিন্তা রয়েছে দলের।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম য চ কম আম র ত

এছাড়াও পড়ুন:

রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য

রাঙামাটি শহরের উপজেলা পরিষদের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে। আজ শুক্রবার বিকেলে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি থেকে ভাস্কর্যটি ভেঙে ফেলার ঘোষণা দেওয়া হয়। এরপর বিকেলে এটি ভাঙা শুরু হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে এক বিক্ষোভ মিছিল থেকে শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল।

আজ বেলা তিনটার দিকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে শহরের ভেদভেদী বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর উপজেলা প্রশাসনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি থেকে পাশে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ৩১ ফুট উঁচু ভাস্কর্য ভেঙে ফেলার ঘোষণা দেওয়া হয়। পরে বিকেলে সাড়ে পাঁচটার দিকে ১০ থেকে ১৫ জন শ্রমিক দিয়ে ভাস্কর্য ভেঙে ফেলার কাজ শুরু করা হয়। এ সময় আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

বিশাল ভাস্কর্যটির মাথা আগে থেকেই ত্রিপল দিয়ে ঢেকে রাখা ছিল। এরপর শ্রমিকেরা বেদিতে দাঁড়িয়ে ভাস্কর্যের পায়ের কাছে আঘাত করা শুরু করেন। বড় বড় হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টার পর আনা হয় ড্রিল মেশিন ও বৈদ্যুতিক কাটার। দুটি যন্ত্রের সাহায্যে চলতে থাকে ভাস্কর্য ধ্বংসের কাজ। সন্ধ্যা সাতটা পর্যন্ত ভাস্কর্যের ৪০ থেকে ৫০ শতাংশ ভাঙা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সন্ধ্যা ছয়টার দিকে গিয়ে দেখা যায়, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সদর উপজেলা পরিষদের সামনে অর্ধশত তরুণ ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন। ১০ থেকে ১৫ জন শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছেন। মূর্তি ভাঙার দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন শত শত মানুষ। কোনো বাধা ছাড়াই এভাবে ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে।

ভেঙে ফেলা হচ্ছে রাঙামাটি উপজেলা পরিষদের সামনে অবস্থিত ৩১ ফুট উঁচু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। এর আগে গত আগস্ট মাসে ভাস্কর্যের মাথা ঢেকে দেওয়া হয়েছিল। আজ সন্ধ্যা ছয়টায় তোলা

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বিদায় বেনফিকা’ বলে দিলেন দি মারিয়া, গন্তব্য কোথায়
  • সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন নয়: মুজিবুর রহমান
  • ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে সোমবার ফোন করবেন ট্রাম্প
  • আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম, সম্পাদক রফিকুল
  • ফেসবুকে প্রতারণা: ৮৫ ভরি স্বর্ণালংকারসহ ৩ জন গ্রেপ্তার
  • ৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হারল ‘এ’ দল
  • নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে হার, সোহানদের ৩ ওভারের দুঃখ
  • যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ
  • রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য