ম্যাচ কমানোর শর্তে পাকিস্তান সফরে যেতে রাজি লিটনরা
Published: 18th, May 2025 GMT
পাকিস্তান সফরে সম্মতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের সদস্যরা। তবে পাঁচ ম্যাচের সিরিজ কমিয়ে তিন ম্যাচ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছে লিটন দাসের দল।
বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল অবস্থান করছে আরব আমিরাতে।
সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। পাকিস্তান যাওয়ার বিষয়ে সকলে সম্মতি দিলেও সঙ্গে দিয়েছেন ম্যাচ কমানোর শর্তে।
আরো পড়ুন:
বদলে যাচ্ছে পাকিস্তান সিরিজের সূচি
বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান
ব্যস্ত সূচিতে নিজেদের ফিট রাখতে ক্রিকেটাররা এমন দাবি করেছেন। ২৫ মে থেকে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি ২৭ মে করা হয়। পাঁচ ম্যাচ শেষ হবে ৫ জুন। এরপর দেশে এসে আবার তিন সংস্করণের সিরিজ খেলতে উড়াল দিতে হবে শ্রীলঙ্কায়।
সবকিছু বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ কমানোর কথা বলেছেন বলে জানিয়েছে ক্রিকেট অপারেশন্স। রাইজিংবিডিকে সূত্রটি জানায়, “ক্রিকেটারদের পাকিস্তান যেতে কোনো সমস্যা নেই। কিন্তু তারা পাঁচ ম্যাচ কমিয়ে তিন ম্যাচে আনার কথা বলেছে। আমরা সে অনুযায়ী কাজ করছি।”
এদিকে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজকে বাড়িয়ে তিন ম্যাচ করতে আমিরাত ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে বিসিবি। ভ্রমণের ঝক্কি কমাতেই মূলত টিম ম্যানেজম্যান্টের পরামর্শে এমন আমিরাতকে এমন অনুরোধ করে বিসিবি।
ক্রিকেট অপারেশন্স সূত্র জানায়, আমিরাতের বিপক্ষে খেলে দেশে এসে আবার পাকিস্তানের জন্য বিমান ধরতে হবে। এসব ঝক্কি কমাতে বিসিবি অনুরোধ করেছে। তবে এখনো কোনো কিছুই নিশ্চিত না।
সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে আগামীকাল ১৯ মে, শারজাহতে। আমিরাত ক্রিকেট বোর্ড যদি সবুজ সিগন্যাল দেয় তাহলে দুই দিন বিরতি দিয়ে হতে পারে আরেকটি ম্যাচ। এরপর পাকিস্তানের উদ্দেশ্যে যাওয়ার চিন্তা রয়েছে দলের।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম য চ কম আম র ত
এছাড়াও পড়ুন:
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেত্রীর স্বামী
ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়ের সংসার ভেঙে গেছে। মঙ্গলবার (১ জুলাই) এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনে সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তার স্বামী সব্যসাচী চক্রবর্তী।
ফেসবুক পোস্টে সুস্মিতাকে প্রথমে জন্মদিনের শুভেচ্ছা জানান সব্যসাচী। এরপর তিনি লেখেন, “ভালো থাক। বড় হ আরো। জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দুই তরফে মিলল না, মন খারাপ দুই তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!”
সবাইকে সমালোচনা বন্ধ করার অনুরোধ জানিয়ে সব্যসাচী লেখেন, “বাকিদের চর্চা, আলোচনা দয়া করে এখানেই শেষ হোক। আপনাদের কাছ থেকে দুই তরফেই গলাগলি আশা করছি, গালাগালি নয়। এরপর আপনাদের যা ইচ্ছে। এই পোস্ট দু তরফের সম্মতিক্রমে, আলোচনা করে। আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন। আমাদের দু জনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে। প্লিজ।”
আরো পড়ুন:
দাম্পত্য জীবনের এক বছর, স্বামীকে অর্ষার খোলা চিঠি
‘নাটকটি দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব না’
পরে এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমে সুস্মিতা রায় বলেন, “এটা নিয়ে আসলে একদম আলোচনা করতে চাই না। সব্যসাচী এবং আমি দুজনে মিলে যে পোস্ট করেছি ওইটুকুই সকলকে বলতে চাই। আমি কারো দিকে আঙুল তোলা বা কোনো কাদা ছোড়াছুড়ি হোক চাই না। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। কাউকে দোষারোপও করব না। এটা সম্মিলিত একটা সিদ্ধান্ত। দুজন দুজনের এই সিদ্ধান্তকে সম্মান জানাই।”
‘কৃষ্ণকলি’ ধারাবাহিক নাটকে শ্যামার বৌদির চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন সুস্মিতা। এরপর ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে তার অভিনয় সকলের নজর কাড়ে।
ঢাকা/শান্ত