ম্যাচ কমানোর শর্তে পাকিস্তান সফরে যেতে রাজি লিটনরা
Published: 18th, May 2025 GMT
পাকিস্তান সফরে সম্মতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের সদস্যরা। তবে পাঁচ ম্যাচের সিরিজ কমিয়ে তিন ম্যাচ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছে লিটন দাসের দল।
বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল অবস্থান করছে আরব আমিরাতে।
সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। পাকিস্তান যাওয়ার বিষয়ে সকলে সম্মতি দিলেও সঙ্গে দিয়েছেন ম্যাচ কমানোর শর্তে।
আরো পড়ুন:
বদলে যাচ্ছে পাকিস্তান সিরিজের সূচি
বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান
ব্যস্ত সূচিতে নিজেদের ফিট রাখতে ক্রিকেটাররা এমন দাবি করেছেন। ২৫ মে থেকে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি ২৭ মে করা হয়। পাঁচ ম্যাচ শেষ হবে ৫ জুন। এরপর দেশে এসে আবার তিন সংস্করণের সিরিজ খেলতে উড়াল দিতে হবে শ্রীলঙ্কায়।
সবকিছু বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ কমানোর কথা বলেছেন বলে জানিয়েছে ক্রিকেট অপারেশন্স। রাইজিংবিডিকে সূত্রটি জানায়, “ক্রিকেটারদের পাকিস্তান যেতে কোনো সমস্যা নেই। কিন্তু তারা পাঁচ ম্যাচ কমিয়ে তিন ম্যাচে আনার কথা বলেছে। আমরা সে অনুযায়ী কাজ করছি।”
এদিকে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজকে বাড়িয়ে তিন ম্যাচ করতে আমিরাত ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে বিসিবি। ভ্রমণের ঝক্কি কমাতেই মূলত টিম ম্যানেজম্যান্টের পরামর্শে এমন আমিরাতকে এমন অনুরোধ করে বিসিবি।
ক্রিকেট অপারেশন্স সূত্র জানায়, আমিরাতের বিপক্ষে খেলে দেশে এসে আবার পাকিস্তানের জন্য বিমান ধরতে হবে। এসব ঝক্কি কমাতে বিসিবি অনুরোধ করেছে। তবে এখনো কোনো কিছুই নিশ্চিত না।
সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে আগামীকাল ১৯ মে, শারজাহতে। আমিরাত ক্রিকেট বোর্ড যদি সবুজ সিগন্যাল দেয় তাহলে দুই দিন বিরতি দিয়ে হতে পারে আরেকটি ম্যাচ। এরপর পাকিস্তানের উদ্দেশ্যে যাওয়ার চিন্তা রয়েছে দলের।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম য চ কম আম র ত
এছাড়াও পড়ুন:
বোনকে খুন করে লাশ বস্তায় ভরেন, পুলিশ জিজ্ঞেস করলে জানান বস্তায় গম
ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে এক তরুণ তাঁর বোনকে খুন করে লাশ একটি বস্তায় ভরে রেখেছিলেন। ওই বস্তা নিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে ভেতরে কী আছে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘এর মধ্যে গম আছে।’
উত্তর প্রদেশের ৩২ বছর বয়সী রাম আশিস নিষাদ তাঁর ১৯ বছর বয়সী বোন নীলমকে খুন করেন।
ওই এলাকায় একটি সড়ক নির্মাণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়। আশিসের বাবা চিংকু নিষাদ সেখানে সরকারের জমি অধিগ্রহণ বাবদ ছয় লাখ রুপি ক্ষতিপূরণ পেয়েছিলেন।
পুলিশ জানায়, ওই ক্ষতিপূরণ বাবদ পাওয়া অর্থের ভাগাভাগি নিয়েই পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়। ওই রুপি বোনের বিয়েতে খরচ করা হবে জেনে রাম আশিস ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পুলিশ জানায়, গত সোমবার রাম আশিস একটি কাপড় দিয়ে পেঁচিয়ে বোন নীলমকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর নীলমের অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙে ফেলে দেহটি একটি বস্তায় ভরেন। পরে বাইকের সঙ্গে বেঁধে তিনি গোরখপুর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কুশীনগরের একটি আখখেতে বস্তাটি ফেলে আসেন।
সিসিটিভি ক্যামেরা ফুটেজে অভিযুক্ত
সিসিটিভি ক্যামেরা ফুটেজে রাম আশিসকে একটি বস্তা নিয়ে যেতে দেখা যায়। সন্দেহ করা হচ্ছে, ওই বস্তার মধ্যে ছিল তাঁর বোনের লাশ। কুশীনগর যাওয়ার পথে পুলিশ তাঁকে থামিয়ে বস্তায় কী আছে জানতে চেয়েছিল।
রাম আশিস পুলিশকে জানান, বস্তায় গম আছে। পরে আবার তিনি কুশীনগরের দিকে মোটরসাইকেল চালিয়ে যান। সেখানে তিনি আখখেতে নীলমের লাশ ফেলে দেন।
এরপর নীলমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর বাবা প্রথমে ধরে নেন, মেয়ে ছটপূজার জন্য কোথাও গেছে। তবে প্রতিবেশীরা যখন জানান, সোমবার রাম আশিস একটি বস্তা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তখন পরিবারের সন্দেহ হয় এবং ঘটনাটি পুলিশকে জানানো হয়।
পুলিশ প্রথমে নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে ও তদন্ত শুরু করে। গত মঙ্গলবার নীলমের পরিবার পুলিশের কাছে অভিযোগ জানায়, রাম আশিসই নীলমকে খুন করেছেন।
জিজ্ঞাসাবাদের সময় রাম আশিস প্রথমে কিছু না জানার ভান করেন। তবে পুলিশের টানা জিজ্ঞাসাবাদে তিনি পরে বোনকে খুনের কথা স্বীকার করেন। গত বুধবার রাতে আখখেত থেকে নীলমের গলিত লাশ উদ্ধার করা হয়।
আগামী জানুয়ারি মাসেই নীলমের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের সবকিছু ঠিকঠাকও হয়ে গিয়েছিল।
রাম আশিসের বাবা চিংকু অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ পাওয়া ওই ছয় লাখ রুপি মেয়ের বিয়েতে খরচ করার পরিকল্পনা করেছিলেন। এ কারণে রাম ক্ষিপ্ত হয়েছিলেন। কারণ, তিনি জমির ক্ষতিপূরণ বাবদ পাওয়া ওই রুপির ভাগ চেয়েছিলেন।