প্রয়োজনে ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করব: ছাত্রদলের সভাপতি
Published: 28th, May 2025 GMT
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না, ধৈর্যের বাধ ভেঙে গেলে কাউকে শান্তিতে থাকতে দেব না।’
আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে ঢাকার নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’–এর সূচনা বক্তব্যে ছাত্রদলের সভাপতি এ কথাগুলো বলেন।
আজকের সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার হত্যার ‘আরও সুষ্ঠু তদন্ত’ দাবি করেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, শাহরিয়ার হত্যার বিচারসহ ক্যাম্পাসে-ক্যাম্পাসে বিগত সাড়ে ১৫ বছরে ছাত্রদলের নেতা-কর্মীদের গুম ও খুনের বিচার না হলে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার না হলে প্রয়োজনে ইউনূস সাহেবের (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস) বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করব।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘ডিএমপি কমিশনার শাহরিয়ার আলম সাম্য হত্যার বিষয়ে যে স্টেটমেন্ট (বক্তব্য) দিয়েছে, শাহরিয়ারের পরিবারের পাশাপাশি ছাত্রদল এই বক্তব্য প্রত্যাখ্যান করছে। শাহরিয়ার হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি চলমান থাকবে। আমরা শাহরিয়ার হত্যার আরও সুষ্ঠু তদন্ত দাবি করছি। এর মাধ্যমে শাহরিয়ার হত্যার উপযুক্ত বিচার দাবি করছি।’
রাকিবুল ইসলাম বলেন, সরকারি তিতুমীর কলেজে ‘গুপ্ত সংগঠনের’ ৮ থেকে ১০ জন মিলে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দিয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের কর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম ধারার ছাত্রসংগঠনের ওপর হামলা চালানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ক ব ল ইসল ম ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট