বৃষ্টিস্নাত দিনে ‘কুল-বিএসজেএ’ মিডিয়া কাপে ফুটবল আনন্দ
Published: 29th, May 2025 GMT
সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বঙ্গোপসাগরে একটি লঘুচাপের কারণে থেমে থেমে নামছিল বৃষ্টি—কখনো ঝুমে, কখনো গুছিয়ে। প্রকৃতির এমন মনখারাপের দিনে শৈশবে ফিরে গেলেন একঝাঁক গণমাধ্যমকর্মী। মাথায় বৃষ্টি, পায়ে কাদা—এসব উপেক্ষা করে ফুটবলের আনন্দে মেতে উঠলেন তারা পল্টন মাঠে।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) -এর ব্যবস্থাপনায় ও স্কয়ার টয়লেট্রিজ -এর পৃষ্ঠপোষকতায় চলছে ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট’। আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত আটটি খেলার মধ্য দিয়ে নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ।
দেশের শীর্ষস্থানীয় ৩২টি মিডিয়া হাউসের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের বৃষ্টিস্নাত দিনে জয় পেয়েছে— এটিএন বাংলা, দেশ টিভি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক প্রথম আলো, চ্যানেল আই, এখন টিভি, ঢাকা ট্রিবিউন ও দৈনিক যুগান্তর।
আরো পড়ুন:
কনফারেন্স লিগ জিতে ইউরোপীয় ফুটবলে চেলসির অন্যরকম পূর্ণতা
মেসি-সুয়ারেজ জোড়ায় উড়ল ইন্টার মায়ামি
দিনের প্রথম ম্যাচে বৈশাখী টিভিকে ৩-১ গোলে হারায় এটিএন বাংলা। ম্যাচে দুটি গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন দলের আদদ্বীন সজীব।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেশ টিভি ও বিটিভির ম্যাচ ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ১-০ ব্যবধানে জয় পায় দেশ টিভি। ম্যাচসেরা হন দেশ টিভির গোলরক্ষক শাওন।
বৃষ্টিভেজা মাঠে গোলশূন্য ড্র হয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক কালের কণ্ঠের ম্যাচ। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ম্যাচসেরা হন দলের পরিবর্তিত গোলরক্ষক আরিফ চৌধুরী পাভেল।
দৈনিক প্রথম আলো ও চ্যানেল ২৪-এর মধ্যকার ম্যাচেও গোল হয়নি নির্ধারিত সময়ের মধ্যে। টাইব্রেকারে ৪-২ গোলে জয়ী হয় প্রথম আলো। ম্যাচসেরা হন গোলরক্ষক তানভীর আহমেদ।
দৈনিক সমকালকে ১-০ গোলে হারায় চ্যানেল আই। জয়সূচক গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন আব্দুল্লাহ আল নওফেল।
এখন টিভি ও নিউজ ২৪-এর ম্যাচ ১-১ গোলে ড্র হয়। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে এখন টিভি। ম্যাচসেরা হন গোলরক্ষক প্রধাংশু বর্মন।
সমানে সমান লড়াই শেষে দ্য ডেইলি স্টার ও ঢাকা ট্রিবিউনের ম্যাচও ১-১ গোলে ড্র হয়। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয়ী হয় ঢাকা ট্রিবিউন। গোল করা ও পরিবর্তিত গোলরক্ষক হিসেবে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচসেরা হন ফজলে রাব্বি মুন।
দিনের শেষ ম্যাচে আরটিভিকে ৩-০ গোলে হারায় দৈনিক যুগান্তর। জোড়া গোল করে ম্যাচসেরা হন অতিথি খেলোয়াড় মাঝহারুল ইসলাম মিঠুন।
বৃষ্টির মাঝেও উৎসবমুখর পরিবেশে ম্যাচগুলো সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও বিএসজেএ সহ-সভাপতি রায়হান আল মুঘনি এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ইয়াসিন হাসান রাব্বি।
কোয়ার্টার ফাইনাল সূচি (শনিবার):
কোয়ার্টার ফাইনাল ১: গ্রুপ ‘এ’ (এটিএন বাংলা) বনাম গ্রুপ ডি (এখন টিভি)।
কোয়ার্টার ফাইনাল ২: গ্রুপ ‘বি’ (প্রথম আলো) বনাম গ্রুপ সি (দৈনিক যুগান্তর)।
কোয়ার্টার ফাইনাল ৩: গ্রুপ ‘ই’ (ঢাকা ট্রিবিউন) বনাম গ্রুপ এইচ (চ্যানেল আই)।
কোয়ার্টার ফাইনাল ৪: গ্রুপ ‘এফ’ (দেশ টিভি) বনাম গ্রুপ জি (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল দ য ব জন স স ট য ন ড র ড ক য় র ট র ফ ইন ল বন ম গ র প প রথম আল ট র ব উন এখন ট ভ ব যবধ ন ব এসজ এ ড র হয় গ ল কর ফ টবল
এছাড়াও পড়ুন:
ঢাকায় অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে শনিবার
ঢাকায় দুই দিনব্যাপী অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে আগামী শনিবার। এতে অটোমোবাইল, কৃষি যন্ত্রপাতিসহ হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল থাকবে। পাশাপাশি শিল্পের সহায়ক প্রতিষ্ঠানের স্টল থাকবে আরও ১২টি। প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় এডিসন প্রাইম ভবনের ছাদে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই ভবনেই বিসিআইয়ের কার্যালয় অবস্থিত।
আজ বৃহস্পতিবার বিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী এই প্রদর্শনী নিয়ে বিস্তারিত জানান চেম্বারটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী, বিসিআইয়ের পরিচালক মো. শাহেদ আলম, এস এম শাহ আলম, জিয়া হায়দার প্রমুখ।
বিসিআইয়ের সভাপতি বলেন, হালকা প্রকৌশল খাতে বাংলাদেশে বর্তমানে ছোটবড় প্রায় ৫০ হাজার প্রতিষ্ঠান রয়েছে। এই খাতে কাজ করেন ১০ লাখ মানুষ। হালকা প্রকৌশল খাতে স্থানীয় বাজার ১২ বিলিয়ন ডলারের হলেও দেশীয় উৎপাদকেরা অর্ধেক পূরণ করতে পারছেন। তা ছাড়া হালকা প্রকৌশল খাতের বৈশ্বিক বাজারের আকার প্রায় ৮ ট্রিলিয়ন ডলার। তিনি আরও বলেন, তৈরি পোশাক খাত আর বেশি মূল্য সংযোজন করতে পারবে না। ফলে আমাদের অর্থনীতিকে টেকসই করতে হলে আমাদের অন্য খাতে যেতে হবে। সে ক্ষেত্রে হালকা প্রকৌশল খাত পারে বড় সম্ভাবনার।
অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী বলেন, প্রতিবছর কৃষিজমি কমছে। কৃষকের বয়স বাড়ছে, তার কারণ তরুণেরা খুব কম কৃষিকাজে আসছেন। বিশ্বের অনেক দেশেই মোট জনগোষ্ঠীর ১০ শতাংশের কম কৃষিকাজে নিয়োজিত। ১০ শতাংশ মানুষ বাকি ৯০ শতাংশের জন্য খাদ্য জোগান দিচ্ছে। সে কারণে যন্ত্রের ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়ছে। তবে বড় অংশই আমদানি করতে হচ্ছে।
আলিমুল আহসান চৌধুরী বলেন, বাংলাদেশে ১২০০ থেকে ১৫০০ কোটি টাকার কৃষি যন্ত্রপাতির বাজার আছে। তার মধ্যে দেশীয় কোম্পানিগুলো সরবরাহ করছে মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার যন্ত্রাংশ। নীতিসহায়তা পেলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।