চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির শিরোপা জয়ের পর নামটি বারবার ফিরে এসেছে—জানা। পিএসজি কোচ লুইস এনরিকের জানা নামের এই মেয়েটি ক্যানসারে মারা যায় ২০১৯ সালে। তখন তার বয়স মাত্র ৯। ২০১৫ সালে বার্সেলোনার হয়ে এনরিকের প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের পর উদ্যাপনের পুরোটা জুড়ে ছিল জানা। কাল তেমনই একটি মুহূর্তে জানা ছিল অন্যলোকে। কিন্তু না থেকেও কাল মাঠে উপস্থিতি ছিল জানার। উদ্যাপনের সময় বাবা এনরিকে তাকে বারবার স্মরণ করেছেন। গ্যালারিতে পিএসজি সমর্থকেরাও। ফুটবলের আবেগের সঙ্গে মিশে যাওয়া সেই জানার উদ্দেশে এই খোলাচিঠি—
প্রিয় জানা,
একটা ঘটনা বলি, শোনো। ঘটনাটা ফ্রাঞ্জ কাফকার। তাঁর সঙ্গে তোমার পরিচয় হয়েছিল কি না, আমার জানা নেই। অন্যলোকে তোমাদের দেখা হয়েছে কি না, তা–ও জানি না। তবু তোমাকে গল্পটা বলছি। পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই সাহিত্যিক একদিন বার্লিনের একটি পার্কে আনমনে হাঁটছিলেন। অন্যান্য দিনের মতোই আরেকটি নীরস দিন ছিল সেটি। যদিও খুব বেশিক্ষণ আর তা থাকেনি। কাফকা দেখলেন, একটি ছোট মেয়ে পার্কের এক কোণে দাঁড়িয়ে কাঁদছে।
আরও পড়ুনমেয়েকে ‘খুশি’ করতে এনরিকের ৫ গোলের ‘খেলনা’১০ ঘণ্টা আগেতিনি গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? মেয়েটি জানাল, সে তার পুতুল এই পার্কে হারিয়ে ফেলেছে, এখন আর খুঁজে পাচ্ছে না। এরপর মেয়েটির সঙ্গে কাফকাও খুঁজতে শুরু করলেন, কিন্তু সেই পুতুলটি আর পাওয়া গেল না। কাফকা মেয়েটিকে বললেন, পরদিন আসতে, আবার খুঁজবেন। পরদিনও খুঁজে পাওয়া গেল না। তখন কাফকা মেয়েটিকে একটি চিঠি দিয়ে বললেন, এই চিঠিটি তার সেই পুতুলের লেখা। তুমি নিশ্চয় বুঝতেই পারছ, চিঠিটা আসলে কাফকার নিজের লেখা ছিল। যেখানে লেখা ছিল, ‘তুমি কেঁদো না। আমি পৃথিবী ভ্রমণে বেরিয়েছি। আমি আমার ভ্রমণকাহিনি তোমাকে লিখে জানাব।’
পিএসজির সমর্থকেরা কাল এভাবেই স্মরণ করেন জানাকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিকে স্পর্শ করুক
অমর একুশে বইমেলা বাংলাদেশের মানুষের প্রাণের মেলা। মূলত প্রকাশকদের উদ্যোগে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে এই বইমেলার সূত্রপাত। সম্প্রতি এই বইমেলা নানা কারণে-অকারণে ডিসেম্বরে করার কথা শোনা যাচ্ছে। এ প্রেক্ষিতে সুস্পষ্টভাবে বলতেই হচ্ছে -ডিসেম্বরে কিছুতেই মেলা করা যাবে না। কারণ সেসময় সারাদেশে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলবে।
বইমেলার প্রধান পাঠক আমাদের শিক্ষার্থী। তারা ডিসেম্বরে কিছুতেই মেলায় আসতে পারবে না। প্রধান পাঠকই যদি মেলায় আসতে না পারে তাহলে মেলা প্রাণহীন হয়ে পড়বে। বইমেলায় অংশগ্রহণকারি প্রকাশকরাও ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। তাছাড়া একুশের চেতনাকে ধারণ করে যে অমর একুশে বইমেলা, সেটা ফেব্রুয়ারিকে স্পর্শ করুক। ভাষা শহীদদরর প্রতি বইমেলার মাধ্যমে আমাদের যে শ্রদ্ধাঞ্জলি, তা অক্ষুন্ন থাকুক।
আরো পড়ুন:
রাজশাহীতে বইপড়ায় কৃতিত্বের পুরস্কার পেল ২৩০৩ শিক্ষার্থী
‘গল্পকারের পছন্দের ৫০ গল্প’ গ্রন্থ প্রকাশিত
সর্বোপরি ৫ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৫, এই সময়ে বইমেলা হতে কোন সমস্যা হওয়ার কথা নয়। অথবা তারিখ দুই একদিন এদিক-সেদিক করে নেয়া যেতে পারে। এ সময়ে রোজা নেই, নির্বাচনও নেই। নির্বাচনী ক্যাম্পেইন চলবে। এই মাঠে বইমেলা চলাকালীন সর্বদলীয় সিদ্ধান্তে কেউ সভা-সমাবেশ না করার সিদ্ধান্ত নিলে অনায়াসে এই সময়টাতে বইমেলা করা যেতে পারে। আমার বিশ্বাস- সব দলই অমর একুশে বইমেলার জন্য এই ছাড়টুকু দেবেন।
প্রায় পঞ্চাশ বছরের অধিক সময়ের প্রচেষ্টায় অমর একুশে বইমেলা মহিরুহ হয়ে আমাদের কাছে আবির্ভূত, হঠকারি কোন সিদ্ধান্তে তা যেনো ধ্বংস হওয়ার উপক্রম না হয়। জেনে শুনে বাঙালির এতো বড় একটি সাংস্কৃতিক উৎসবকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ না করে বরং তা যে কোন মূল্যে আমাদের রক্ষা করা উচিত।
জানুয়ারিতে বাণিজ্যমেলায়ও হয়ে থাকে। এতে অমর একুশে বইমেলার ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে বলে আমি তা মনে করি না। বইমেলার প্রধান পাঠক শিক্ষার্থী। তারা বইমেলায় আসার জন্য মুখিয়ে থাকে। বাণিজ্য মেলায় যাওয়ার লোকজন বেশির ভাগই আলাদা। তবে অনেকেই বইমেলা এবং বাণিজ্যমেলা দুটোতেই যান। এটা তারা ম্যানেজ করে নিতে পারবেন বলে আমার বিশ্বাস।
আমি বলেছি শুধুমাত্র মেলার মাঠ প্রাঙ্গনে সভা-সমাবেশ না করার মাধ্যমে যদি সর্বদলীয় একটা সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে জানুয়ারি- ফেব্রুয়ারি মিলিয়ে বইমেলা করা সম্ভব।আমার মনে হয়, বইমেলা চলাকালীন এই মাঠ কোন দলকে সভা-সমাবেশের জন্য সরকার বরাদ্দ না দিলে, অথবা বইমেলা চলাকালীন দলগুলো নিজের থেকেই এই মাঠের বরাদ্দ না চাইলে সমস্যা আর থাকে না।
লেখক: প্রকাশক পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
ঢাকা/লিপি