‘৪০ মিনিট আটকে থাকার পর পদ্মা সেতুর টোল প্লাজায় আসতে পেরেছি’
Published: 5th, June 2025 GMT
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু এলাকায় ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এতে আজ বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার বেঁজগাও এলাকার ছয় কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে ধীরে ধীরে যানজট কমছে।
মাওয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট আল আমিন হোসেন প্রথম আলোকে বলেন, এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ রয়েছে। সকাল সাড়ে ৮টার পর হঠাৎ গাড়ির চাপ পড়ে। বেলা ১১টার পর চাপ কিছুটা কমতে শুরু করেছে। তবে যানবাহনের সারি পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগরের বেঁজগাও এলাকার ছয় কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ট্রাফিক পুলিশ সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।
প্রাইভেট কারে করে পটুয়াখালীর গলাচিপায় যাচ্ছেন মো.
গ্রিনলাইন পরিবহনের যাত্রী শরীফুল ইসলাম পরিবারের তিন সদস্য নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। শরীফ বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার আগে ঈদে বাড়ি ফেরার জন্য রীতিমতো যুদ্ধ করতে হতো। এখন ভোগান্তি কমেছে। গত কয়েকটা ঈদে সেতুর টোল প্লাজা এলাকায় জটলার কারণে কিছুটা দুর্ভোগ হয়েছে। আজও এক্সপ্রেসওয়েতে ৪০ মিনিট আটকে থাকার পর পদ্মা সেতুর টোল প্লাজা পর্যন্ত আসতে পেরেছি।’
পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ প্রথম আলোকে বলেন, সকাল থেকে ঈদে ঘরমুখী মানুষের যানবাহনের চাপ বেড়েছে। উভয় প্রান্তে ৮টি করে ১৬টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। প্রতিটি বাস ৬ থেকে ৮ সেকেন্ড, প্রাইভেটকার ৬ সেকেন্ড এবং মোটরসাইকেল ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যে টোল পরিশোধ করছে। যাত্রী ও যানবাহন পারাপারের নির্বিঘ্ন করতে সেতু বিভাগের লোকজন ও পুলিশ সদস্যরা কাজ করছে।
চার কোটি টাকা টোল আদায়
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ৩৭ হাজার ৪৬৫টি। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৯ লাখ ৬ হাজার ১৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৩৭ হাজার ৪৬৫টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৯টি; টোল আদায় হয়েছে ২ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৫৫০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৩ হাজার ৪৫৬টি গাড়ি; টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ৬০০ টাকা।
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
মাদারীপুর শিবচরে গরুবাহী একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে বিল্লাল মণ্ডল (৬৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল মণ্ডল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কাঞ্চনপুর এলাকার আজম আলী মণ্ডলের ছেলে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে গরুবাহী একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। দিবাগত রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের বন্দরখোলা এলাকায় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় গরুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উঠে পড়ে। ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই বিল্লাল নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প র হয় ছ শ র নগর দ র ঘটন ট র পর এল ক য় হ ইওয়
এছাড়াও পড়ুন:
ঢাবিতে সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাস্কর্য বিভাগের উদ্যোগে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ শুরু হয়েছে।
রবিবার (২ নভেম্বর) চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আরো পড়ুন:
জাবি অধ্যাপককে হুমকি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: ইউট্যাব
ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নাসিমুল খবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, শিল্পাচার্য তনয় প্রকৌশলী ময়নুল আবেদিন, ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম এবং শিল্পকর্ম প্রদর্শনীর আহ্বায়ক ড. নাসিমা হক মিতু।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “শিল্পের কোন সীমা নেই। এর একটি শাশ্বত ভাষা রয়েছে। এই শৈল্পিক ভাষা ও শিল্পকর্মের মাধ্যমে শিল্পীরা মানুষের মনে স্থান করে নেন।”
শিক্ষার্থীদের ১ বছরের শ্রেণির কাজ থেকে বাছাইকৃত শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি প্রয়াত ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান স্মরণে উৎসর্গ করা হয়েছে। এতে ৪৩ জন শিল্পীর ৭১টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ছয়জন শিল্পীকে পুরস্কৃত করা হয়েছে। তাদের সনদ ও পুরস্কার প্রদান করেন। পরে তিনি সেরা শিল্পকর্মের জন্য ছয়জনকে সনদ ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।
পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন- প্রত্যয় সাহা (শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার), চিন্ময় ঘোষ (অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার), অলি মিয়া (ভাস্কর নভেরা আহমেদ স্মৃতি পুরস্কার), মৃধা মো. রাইয়ান আযীম (অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কার), সুমিত রায় (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার) এবং সুপ্রিয় কুমার ঘোষ (নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার)।
আগামী ৮ নভেম্বর পর্যন্ত এ শিল্পকর্ম প্রদর্শনী চলবে । প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
ঢাকা/সৌরভ/মেহেদী