লন্ডনে নেতা–কর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান
Published: 7th, June 2025 GMT
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যুক্তরাজ্যে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তর লন্ডনের কিংসমিডো স্টেডিয়ামে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতি বছরের মতো এবারও তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির নেতা–কর্মীদের নিয়ে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তিনি নেতা–কর্মীদের সাথে ঈদের কোলাকুলি করেন।
তারেক রহমানের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি তাজুল ইসলাম, কামরুজ্জামান, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, মিসবাহউজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল আহমদসহ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতা–কর্মী।
এদিকে লন্ডনের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে। এখানে ঈদের প্রথম জামাত হয় সকাল ৭টায়। এরপর এক ঘন্টা পর পর ৬টি জামাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ইস্ট লন্ডন মসজিদ ও ব্রিকলেন মসজিদেও চারটি করে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রবাসী বাংলাদেশীরা তাদের স্বজন ও পরিচিতদের নিয়ে নামাজ আদায় করেন।
এছাড়া খোলা মাঠে লন্ডনের মাইলএন্ড স্টেডিয়াম, স্টেপনিগ্রীনের শাহজালাল মসজিদ, পপলার মসজিদ, বার্কিংয়ের ওয়েসিস ব্যাংকুইটি হলসহ প্রতিটি মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
লন্ডন ছাড়াও বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাজ্যের লোটন, বার্মিংহাম, ওল্ডহাম, ম্যানচেস্টার, সান্ডারল্যান্ড, ব্রাডফোর্ড, নিউক্যাসল, কার্ডিফ, গ্লাসগো ও এডিনবরায়ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি ঈদ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন।
বিভিন্ন জায়গায় ঈদ জামাতে মুসল্লিদের জন্য নানা পদের খাবার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া শিশু–কিশোরদের জন্য বিনোদনেরও ব্যাবস্থা করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত র ক রহম ন ঈদ র ন ম জ মসজ দ
এছাড়াও পড়ুন:
মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার
চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।
বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।