বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলায় কোনো বাধা ছিল না। তবে বাংলাদেশ ৭-০ গোলের বড় জয় নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করেছে।

সি গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। বাহরাইনকে ৭-০, স্বাগতিক মিয়ানমারকে ২-১ এবং আজ তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই মূল পর্বে জায়গা করে নিয়েছে মেয়েরা। এই তিন ম্যাচে বাংলাদেশ গোল করেছে ১৬টি, আর হজম করেছে মাত্র একটি, সেটিও মিয়ানমারের বিপক্ষে।

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। সেখানে ১২ দলের লড়াই থেকে সরাসরি ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে সেরা ছয় দলের জন্য। সেরা আটে থাকলে থাকবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের সুযোগ। বাংলাদেশের এমন অর্জন দেশের নারী ফুটবলে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

এইবারের বাছাইয়ে মোট আটটি গ্রুপ রয়েছে, যেখান থেকে কেবল গ্রুপ চ্যাম্পিয়নরাই পাচ্ছে মূল পর্বের টিকিট। এখন পর্যন্ত পাঁচটি গ্রুপের খেলা শেষ হয়েছে। এশিয়া কাপে জায়গা করে নেওয়া পাঁচ দল হলো বাংলাদেশ (সি গ্রুপ, ৩ ম্যাচে ৯ পয়েন্ট), ভারত (বি গ্রুপ, ৪ ম্যাচে ১২ পয়েন্ট), চাইনিজ তাইপে (ডি গ্রুপ, ৩ ম্যাচে ৯ পয়েন্ট), ভিয়েতনাম (ই গ্রুপ, ৩ ম্যাচে ৯ পয়েন্ট), ফিলিপাইন (জি গ্রুপ, ৩ ম্যাচে ৯ পয়েন্ট)।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যশোরে প্রায় সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

যশোরে ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়ে তাদের আটক করা হয়। তিন কেজি ওজনের ওই স্বর্ণের দাম সাড়ে চার কোটি টাকার বেশি।

আটক ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মো. মেহেদী হাসান (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা ভারতে পাচারের উদ্দেশে যশোর-মহেশপুর সীমান্তে যাচ্ছিলেন।

বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি ৫৭ লক্ষ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ