এশিয়া মাতাতে প্রস্তুত বাংলাদেশ, টিকিট পেল আরও চার দেশ
Published: 5th, July 2025 GMT
বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলায় কোনো বাধা ছিল না। তবে বাংলাদেশ ৭-০ গোলের বড় জয় নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করেছে।
সি গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। বাহরাইনকে ৭-০, স্বাগতিক মিয়ানমারকে ২-১ এবং আজ তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই মূল পর্বে জায়গা করে নিয়েছে মেয়েরা। এই তিন ম্যাচে বাংলাদেশ গোল করেছে ১৬টি, আর হজম করেছে মাত্র একটি, সেটিও মিয়ানমারের বিপক্ষে।
২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। সেখানে ১২ দলের লড়াই থেকে সরাসরি ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে সেরা ছয় দলের জন্য। সেরা আটে থাকলে থাকবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের সুযোগ। বাংলাদেশের এমন অর্জন দেশের নারী ফুটবলে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
এইবারের বাছাইয়ে মোট আটটি গ্রুপ রয়েছে, যেখান থেকে কেবল গ্রুপ চ্যাম্পিয়নরাই পাচ্ছে মূল পর্বের টিকিট। এখন পর্যন্ত পাঁচটি গ্রুপের খেলা শেষ হয়েছে। এশিয়া কাপে জায়গা করে নেওয়া পাঁচ দল হলো বাংলাদেশ (সি গ্রুপ, ৩ ম্যাচে ৯ পয়েন্ট), ভারত (বি গ্রুপ, ৪ ম্যাচে ১২ পয়েন্ট), চাইনিজ তাইপে (ডি গ্রুপ, ৩ ম্যাচে ৯ পয়েন্ট), ভিয়েতনাম (ই গ্রুপ, ৩ ম্যাচে ৯ পয়েন্ট), ফিলিপাইন (জি গ্রুপ, ৩ ম্যাচে ৯ পয়েন্ট)।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে