এশিয়া মাতাতে প্রস্তুত বাংলাদেশ, টিকিট পেল আরও চার দেশ
Published: 5th, July 2025 GMT
বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলায় কোনো বাধা ছিল না। তবে বাংলাদেশ ৭-০ গোলের বড় জয় নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করেছে।
সি গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। বাহরাইনকে ৭-০, স্বাগতিক মিয়ানমারকে ২-১ এবং আজ তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই মূল পর্বে জায়গা করে নিয়েছে মেয়েরা। এই তিন ম্যাচে বাংলাদেশ গোল করেছে ১৬টি, আর হজম করেছে মাত্র একটি, সেটিও মিয়ানমারের বিপক্ষে।
২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। সেখানে ১২ দলের লড়াই থেকে সরাসরি ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে সেরা ছয় দলের জন্য। সেরা আটে থাকলে থাকবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের সুযোগ। বাংলাদেশের এমন অর্জন দেশের নারী ফুটবলে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
এইবারের বাছাইয়ে মোট আটটি গ্রুপ রয়েছে, যেখান থেকে কেবল গ্রুপ চ্যাম্পিয়নরাই পাচ্ছে মূল পর্বের টিকিট। এখন পর্যন্ত পাঁচটি গ্রুপের খেলা শেষ হয়েছে। এশিয়া কাপে জায়গা করে নেওয়া পাঁচ দল হলো বাংলাদেশ (সি গ্রুপ, ৩ ম্যাচে ৯ পয়েন্ট), ভারত (বি গ্রুপ, ৪ ম্যাচে ১২ পয়েন্ট), চাইনিজ তাইপে (ডি গ্রুপ, ৩ ম্যাচে ৯ পয়েন্ট), ভিয়েতনাম (ই গ্রুপ, ৩ ম্যাচে ৯ পয়েন্ট), ফিলিপাইন (জি গ্রুপ, ৩ ম্যাচে ৯ পয়েন্ট)।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট