পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন
Published: 7th, July 2025 GMT
অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমার বিরুদ্ধে খাদ্যশস্য ও অর্থ বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে খাগড়াছড়িতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘ত্রিপুরা-মারমা সচেতন সমাজ, খাগড়াছড়ি পার্বত্য জেলা’—এই ব্যানারে আজ সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সুপ্রদীপ চাকমার পদত্যাগ এবং কংকন চাকমাকে অপসারণ দাবি করেন আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনটির মুখপাত্র রুমেল মারমা। লিখিত বক্তব্যে তিনি বলেন, সুপ্রদীপ চাকমা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রকল্প বণ্টন এবং খাদ্যশস্য ও অর্থ বরাদ্দে অনিয়ম করছেন। বরাদ্দের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এতে অন্যান্য জনগোষ্ঠীর মানুষ বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবি মধ্যে রয়েছে—সুপ্রদীপ চাকমার পদত্যাগ ও কংকন চাকমার অপসারণ করা, জেলার প্রকল্প ও বরাদ্দে সমবণ্টন নিশ্চিত করা এবং আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ ও টাস্কফোর্সে মারমা ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
আগামী সাত দিনের মধ্যে এসব দাবি না মানলে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় লাগাতার সড়ক, নৌপথ অবরোধসহ কঠোর কর্মসূচির পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সূর্য কিরণ ত্রিপুরা, প্রশান্ত ত্রিপুরা, মোচাই মারমা, উক্রাচিং মারমা, সীমা ত্রিপুরা ও তনয় ত্রিপুরা প্রমুখ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট