অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমার বিরুদ্ধে খাদ্যশস্য ও অর্থ বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে খাগড়াছড়িতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘ত্রিপুরা-মারমা সচেতন সমাজ, খাগড়াছড়ি পার্বত্য জেলা’—এই ব্যানারে আজ সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সুপ্রদীপ চাকমার পদত্যাগ এবং কংকন চাকমাকে অপসারণ দাবি করেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনটির মুখপাত্র রুমেল মারমা। লিখিত বক্তব্যে তিনি বলেন, সুপ্রদীপ চাকমা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রকল্প বণ্টন এবং খাদ্যশস্য ও অর্থ বরাদ্দে অনিয়ম করছেন। বরাদ্দের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এতে অন্যান্য জনগোষ্ঠীর মানুষ বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবি মধ্যে রয়েছে—সুপ্রদীপ চাকমার পদত্যাগ ও কংকন চাকমার অপসারণ করা, জেলার প্রকল্প ও বরাদ্দে সমবণ্টন নিশ্চিত করা এবং আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ ও টাস্কফোর্সে মারমা ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

আগামী সাত দিনের মধ্যে এসব দাবি না মানলে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় লাগাতার সড়ক, নৌপথ অবরোধসহ কঠোর কর্মসূচির পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সূর্য কিরণ ত্রিপুরা, প্রশান্ত ত্রিপুরা, মোচাই মারমা, উক্রাচিং মারমা, সীমা ত্রিপুরা ও তনয় ত্রিপুরা প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ কম র বর দ দ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ