আশা ভোসলের মৃত্যুর গুজব, চটেছেন ছেলে
Published: 11th, July 2025 GMT
আজ শুক্রবার সাতসকালে আচমকাই প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলের প্রয়াণের খবর। স্বাভাবিকভাবেই গায়িকার মৃত্যুর খবরে মারাত্মক শোরগোল পড়ে যায়! কেউ শোক প্রকাশ করছেন তো আবার কেউবা বিশ্বাসই করতে পারছেন না! অথচ খবরটি পুরোপুরি ভুয়া। আশা ভোসলে দিব্যি সুস্থ আছেন। মায়ের মৃত্যুর গুজবে ত্যক্ত-বিরক্ত তাঁর ছেলে।
জল্পনার সূত্রপাত আসলে এক ফেসবুক পোস্টকে ঘিরে। যেখানে লেখা, ‘স্বনামধন্য গায়িকা আশা ভোসলের মৃত্যু হয়েছে।’ শুধু তা–ই নয়, ছবিতে মালা পরানো, সামনে ধূপও রয়েছে। এমন খবরে উৎকণ্ঠায় ঘনিষ্ঠ ব্যক্তিদের সবাই আশার বাড়িতে খোঁজ নিচ্ছেন। শেষমেশ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিরক্ত হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন গায়িকার সন্তান আনন্দ ভোসলে।
মায়ের মৃত্যুর ভুয়া খবর ছড়ানোয় প্রচণ্ড ক্ষুব্ধ তিনি। শাবানা শেখ নামের একজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হু হু করে সেই ভুয়া পোস্ট ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় পরপর আরও কয়েকটি পোস্টে ছেয়ে যায় অন্তর্জালে।
আরও পড়ুনগাইতে গাইতেই মারা যেতে চাই, এটাই এখন একমাত্র ইচ্ছে, আবেগঘন আশা ভোসলে১৭ ফেব্রুয়ারি ২০২৫আর সেই জন্যই ফোনের পর ফোন পাচ্ছেন আশাপুত্র। এবার সেই পরিপ্রেক্ষিতে নিজেই মুখ খুললেন তিনি। এক বার্তায় তিনি বলেন, ‘একেবারেই ভুয়া খবর। তিনি ভালো আছেন।’ কীভাবে এই মৃত্যুসংবাদ ছড়াল, তিনিও জানেন না।
গত ২৭ জুন ছিল রাহুল দেববর্মনের ৮৫তম জন্মদিন। এদিন এই অনুষ্ঠানে অংশ নিয়ে সংগীত পরিবেশনও করেন আশা।
তথ্যসূত্র : নিউজ ১৮
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে তারা নির্বাচন করবেন। গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মহাসচিব ও দলের বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ঘোষণা করেন।
সম্ভাব্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে জেলার সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহসভাপতি মাওলানা আবদুল কাদির।
সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। মৌলভীবাজার-১ আসনে কাতার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।
হবিগঞ্জ-১ আসনে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে জেলা আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।