মামলা বাণিজ্য বন্ধের দাবিতে কাশীপুরবাসীর মানববন্ধন, হুঁশিয়ারী
Published: 22nd, July 2025 GMT
ফতুল্লার কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন ও সাধারণ সম্পাদক আরিফ মন্ডলসহ স্থানীয় বিএনপির কতিপয় নেতাদের মামলা বাণিজ্য ও চাঁদাবাজী বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কাশীপুরবাসী।
এসব মামলায় কাউকে হয়রানীমূলক ভাবে গ্রেপ্তার করা হলে পুলিশ সুপারের কার্যালয় ও থানা ঘেরাও করবে বলে হুঁশিয়ারী দেন এলাকাবাসী।
মঙ্গলবার (২২ জুলাই) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরাসহ কাশীপুরের সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে কাশীপুরের যারা রাজপথে ছিলেন তাদের আজ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
ব্যবসায়ী, মুদি দোকানদার, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মানবাধিকার কর্মী, রাজনীতির সাথে জড়িত নয়, নিরীহ মানুষ এমনকি বিএনপির ত্যাগী নেতাকর্মীদেরও মামলা দিয়ে হয়রানি করছেন কাশীপুর ইউনিয়ন বিএনপির কিছু নেতা। প্রতিপক্ষকে ঘায়েল ও চাঁদার দাবীতে তারা এই হয়রানিমূলক মামলা দিচ্ছে।
আমরা এই মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে হয়রানিমূলক মামলায় যেন কাউকে গ্রেপ্তার না করা হয়। পাশাপাশি জেলা ও ফতুল্লা বিএনপির শীর্ষ নেতাদের প্রতি দাবী জানাচ্ছি যে, আপনাদের ইমেজ অক্ষুন্ন রাখতে এখনই কাশীপুর ইউনিয়ন বিএনপির কতিপয় নেতাদের ব্যবস্থা গ্রহণ করুন।
নয়তো আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জ জয়ে দাঁড়াবে। কতিপয় নেতাদের এহেন কর্মকান্ডের জন্য বিএনপির ভোট নষ্ট হচ্ছে।
এ মিথ্যা মামলার জন্য কাশীপুরের অনেক বেকার যুবক বিদেশ যেতে পারছেনা। মামলা হওয়ার কারনে তারা পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছেনা। যদি কাউকে হয়রানীমূলক ভাবে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা এলাকাবাসী পুলিশ সুপারের কার্যালয় ও থানা ঘেরাও করবো।
এসময় উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিএনপি নেতা রতন হোসেন, কাশীপুর ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রতন শিকদার সহ কবীর, নূর আলম, শাহীন, আল-আমিন, বাবু, কামাল হোসেন, হালিম শিকদার, শফিকুল, রুহুল শিকদার, খোকন সরদার, মকবুল সরদার, হানজালা, শাহাদাত, সুমন, সোহেল, রায়হান, হানিফ প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ র
এছাড়াও পড়ুন:
১ কোটি শিশু শিক্ষার্থীর অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেনর এক কোটি শিশু শিক্ষার্থীর অধিকার নিশ্চিতের দাবিতে বন্দরে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষক-শিক্ষকারা।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় বন্দর উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বন্দর উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবারে স্মারকলিপি দাখিল করা হয়।
মানববন্ধরে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান এ এইচ এম শামীম আহমেদ, মহাসচিব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব সাইফুল ইসলাম রুবেল, শিক্ষক হাসান কবির, আনোয়ার হোসেন, আরিফ হোসেন, মাহবুব আলম, শামীমা আক্তার বর্ণা, রোকসানা আক্তার প্রমুখ।
বক্তরা বলেন, বাংলাদেশে ৬৫ হাজার ৭শ’ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। যা দেশেরন ৫০ শতাংশ শিক্ষার চাহিদা পূরণ করে থাকে। আর এ সকল স্কুলে প্রায় ১ কোটির অধিক শিশু শিক্ষার্থী লেখা পড়া করে। আর ৫ম শ্রেণীতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী রয়েছে। যারা ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সরকারি বৃত্তিতে অংশ নিয়েছে।
কিন্তু গত ১৭ জুলাই বর্তমান সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিতে অংশ গ্রহণ বাতিল করে। যার কারণে ১ কোটি শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পতিত হয়েছে।
বক্তরা আরো বলেন, বাংলাদেশের সংবিধানে ১৭ অনুচ্ছেদে দেশের সকল শিশুদের সমান অধিকার দেয়া হয়েছে। বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিশুদের বুত্তিতে অংশগ্রহণ করতে না দেয় মানে সংবিধানের ও মানবাধিকার লঙ্ঘন। আমরা এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি। যাতে শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়।