ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫, ভেঙে পড়েছে উপজেলা পরিষদের ফটক
Published: 24th, July 2025 GMT
মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে রাজৈর উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় রাজৈর উপজেলা পরিষদের প্রধান ফটকটি ভেঙে ফেলা হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে উপজেলা পরিষদ এলাকায় সাব-রেজিস্ট্রার অফিসের সামনে হেলিপোর্ট মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা চলছে। গতকাল বিকেলে ওই টুর্নামেন্টে অংশ নেয় মজুমদারকান্দি ও পশ্চিম রাজৈর গ্রামের দুই দল কিশোর। খেলার সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পালানোর সময় রাজৈর উপজেলা পরিষদের প্রধান ফটকের একটি অংশ ভেঙে ফেলা হয়।
এরপর দ্রুত স্থান ত্যাগ করে উভয় পক্ষের লোকজন। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। তারা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানার পুলিশ।
সিসিটিভির ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান বলেন, ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সরকারি সম্পত্তি ভাঙচুর করায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কয়েক মাস আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে রাজৈর উপজেলার বদরপাশা ও পশ্চিম রাজৈর দুই গ্রামের মধ্যে টানা তিন দিনব্যাপী সংঘর্ষ হয়। এ সময় পশ্চিম রাজৈর গ্রামের পক্ষ নিয়ে বদরপাশা গ্রামের বিপক্ষে সংঘর্ষে অংশ নেয় মজুমদারকান্দি গ্রামও। এতে অন্তত ৩০টি দোকান ভাঙচুর করা হয়। আহত হন পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত মানুষ। পরে ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জ র উপজ ল স ঘর ষ ফ টবল
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।