উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় সন্ধি সামাজিক সংগঠনের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়াপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনটির সভাপতি মো: নূরউদ্দিন সাগর বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় আমরা যে সম্ভাবনাময় প্রাণগুলো হারিয়েছি, তা শুধু তাদের পরিবার নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

আল্লাহ্ যেন তাদের জান্নাতবাসী করেন এবং পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দান করেন। পাশাপাশি সেই ঘটনায় যারা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তারা দ্রুত সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসুক এ কামনা করছি। সন্ধি সামাজিক সংগঠন সবসময় মানবিকতার পাশে ছিল, আছে এবং থাকবে।

বক্তব্য শেষে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া এ দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি শোকাহত পরিবারদের শোক সহ্য করার দোয়াও করা হয়।

দোয়া শেষে নিহতদের স্মরণে দেওভোগের প্রাইমারী স্কুল মাঠসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মো: আবু তাহের শামীম, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মো: শামসুল করিম, সন্ধি সামাজিক সংগঠনের সহ সভাপতি মো: সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো: খালিদ হোসেন পলাশ, সহ সাধারণ সম্পাদক মো: আবু হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো: আতিকুর রহমান অভি, সহ সাংগঠনিক সম্পাদক অনিক দাস, ক্রীড়া সম্পাদক অভি চৌধুরী, প্রচার সম্পাদক টুটুল চন্দ্র শীল, সমাজ কল্যান সম্পাদক মো: নয়ন, কোষাধ্যক্ষ শংকর দাস, কার্যকরী সদস্য মো: রাজ্জাক, মো: রনি, সদস্য কানাই মন্ডল, আকাশ দাস, মো: সুমন, মো: শাহিন, সীমান্ত, মো: রমজান প্রমূখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।

আরো পড়ুন:

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • সাজেকে নিহত খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ নেওয়া হবে গাইবান্ধা
  • খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা
  • সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত