সর্বকালের সেরা অলরাউন্ডার! এটাই তাঁর পরিচয় এবং এটুকুই যথেষ্ট। স্যার গারফিল্ড অউব্রান সোবার্স। গ্যারি সোবার্স
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিয়ান এই কিংবদন্তির ৮০তম জন্মদিন উপলক্ষে ইএসপিএনের দ্য ক্রিকেট মান্থলিতে প্রকাশিত হয়েছিল তাঁর সতীর্থ, প্রতিপক্ষ ও তাঁকে কাছ থেকে দেখা কিছু মানুষের কথা। আজ ২৮ জুলাই, সোবার্সের ৮৯তম জন্মদিনে আরও একবার শোনা যাক তাঁদের সেই সোবার্স-দর্শনের অভিজ্ঞতা—এভারটন উইকসকিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান

আমি গ্যারি সোবার্সকে চিনি ওর বয়স যখন ১২, তখন থেকে। বারবাডোজে বড় হচ্ছিল তখন। আমি তখন ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন। এর কিছুদিন পরেই ও আমাদের ড্রেসিংরুমে ঢুকে পড়ল, তখন সবে ১৭। ওর কথা মনে আছে, বলছিল, ‘ফিল্ডিং করাটা বরং সহজ, ড্রেসিংরুমে নামজাদা খেলোয়াড়দের পাশে বসে থাকতে বেশি নার্ভাস লাগছে।’
তাকে কিছু শেখাতে হয়নি আমাদের। ও নিজেই নিজেকে শিখিয়ে ফেলল। রান করল, উইকেট নিল, ক্যাচ ধরল। ধীরে ধীরে নার্ভাসনেস উধাও হয়ে গেল।
একবারই একটা টিপস দিয়েছিলাম ওকে। ইংল্যান্ডে এক ম্যাচে আমি আর সোবার্স একসঙ্গে ব্যাট করছিলাম। তখনকার দ্রুততম পেসার ফ্র্যাঙ্ক টাইসন বল করছিল। গ্যারির ব্যাক লিফট অনেক উঁচু ছিল। আমি বললাম, ‘সাবধান, ও (টাইসন) কিন্তু তোমাকে ইয়র্কারে তুলে নেবে।’
হ্যাঁ, সে টিকে গিয়েছিল।

আজ গ্যারি সোবার্সের জন্মদিন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকায় অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে শনিবার

ঢাকায় দুই দিনব্যাপী অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে আগামী শনিবার। এতে অটোমোবাইল, কৃষি যন্ত্রপাতিসহ হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল থাকবে। পাশাপাশি শিল্পের সহায়ক প্রতিষ্ঠানের স্টল থাকবে আরও ১২টি। প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় এডিসন প্রাইম ভবনের ছাদে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই ভবনেই বিসিআইয়ের কার্যালয় অবস্থিত।

আজ বৃহস্পতিবার বিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী এই প্রদর্শনী নিয়ে বিস্তারিত জানান চেম্বারটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী, বিসিআইয়ের পরিচালক মো. শাহেদ আলম, এস এম শাহ আলম, জিয়া হায়দার প্রমুখ।

বিসিআইয়ের সভাপতি বলেন, হালকা প্রকৌশল খাতে বাংলাদেশে বর্তমানে ছোটবড় প্রায় ৫০ হাজার প্রতিষ্ঠান রয়েছে। এই খাতে কাজ করেন ১০ লাখ মানুষ। হালকা প্রকৌশল খাতে স্থানীয় বাজার ১২ বিলিয়ন ডলারের হলেও দেশীয় উৎপাদকেরা অর্ধেক পূরণ করতে পারছেন। তা ছাড়া হালকা প্রকৌশল খাতের বৈশ্বিক বাজারের আকার প্রায় ৮ ট্রিলিয়ন ডলার। তিনি আরও বলেন, তৈরি পোশাক খাত আর বেশি মূল্য সংযোজন করতে পারবে না। ফলে আমাদের অর্থনীতিকে টেকসই করতে হলে আমাদের অন্য খাতে যেতে হবে। সে ক্ষেত্রে হালকা প্রকৌশল খাত পারে বড় সম্ভাবনার।

অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী বলেন, প্রতিবছর কৃষিজমি কমছে। কৃষকের বয়স বাড়ছে, তার কারণ তরুণেরা খুব কম কৃষিকাজে আসছেন। বিশ্বের অনেক দেশেই মোট জনগোষ্ঠীর ১০ শতাংশের কম কৃষিকাজে নিয়োজিত। ১০ শতাংশ মানুষ বাকি ৯০ শতাংশের জন্য খাদ্য জোগান দিচ্ছে। সে কারণে যন্ত্রের ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়ছে। তবে বড় অংশই আমদানি করতে হচ্ছে।

আলিমুল আহসান চৌধুরী বলেন, বাংলাদেশে ১২০০ থেকে ১৫০০ কোটি টাকার কৃষি যন্ত্রপাতির বাজার আছে। তার মধ্যে দেশীয় কোম্পানিগুলো সরবরাহ করছে মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার যন্ত্রাংশ। নীতিসহায়তা পেলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ