সর্বকালের সেরা অলরাউন্ডার! এটাই তাঁর পরিচয় এবং এটুকুই যথেষ্ট। স্যার গারফিল্ড অউব্রান সোবার্স। গ্যারি সোবার্স
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিয়ান এই কিংবদন্তির ৮০তম জন্মদিন উপলক্ষে ইএসপিএনের দ্য ক্রিকেট মান্থলিতে প্রকাশিত হয়েছিল তাঁর সতীর্থ, প্রতিপক্ষ ও তাঁকে কাছ থেকে দেখা কিছু মানুষের কথা। আজ ২৮ জুলাই, সোবার্সের ৮৯তম জন্মদিনে আরও একবার শোনা যাক তাঁদের সেই সোবার্স-দর্শনের অভিজ্ঞতা—এভারটন উইকসকিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান

আমি গ্যারি সোবার্সকে চিনি ওর বয়স যখন ১২, তখন থেকে। বারবাডোজে বড় হচ্ছিল তখন। আমি তখন ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন। এর কিছুদিন পরেই ও আমাদের ড্রেসিংরুমে ঢুকে পড়ল, তখন সবে ১৭। ওর কথা মনে আছে, বলছিল, ‘ফিল্ডিং করাটা বরং সহজ, ড্রেসিংরুমে নামজাদা খেলোয়াড়দের পাশে বসে থাকতে বেশি নার্ভাস লাগছে।’
তাকে কিছু শেখাতে হয়নি আমাদের। ও নিজেই নিজেকে শিখিয়ে ফেলল। রান করল, উইকেট নিল, ক্যাচ ধরল। ধীরে ধীরে নার্ভাসনেস উধাও হয়ে গেল।
একবারই একটা টিপস দিয়েছিলাম ওকে। ইংল্যান্ডে এক ম্যাচে আমি আর সোবার্স একসঙ্গে ব্যাট করছিলাম। তখনকার দ্রুততম পেসার ফ্র্যাঙ্ক টাইসন বল করছিল। গ্যারির ব্যাক লিফট অনেক উঁচু ছিল। আমি বললাম, ‘সাবধান, ও (টাইসন) কিন্তু তোমাকে ইয়র্কারে তুলে নেবে।’
হ্যাঁ, সে টিকে গিয়েছিল।

আজ গ্যারি সোবার্সের জন্মদিন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নির্বাচন কমিশন থেকে চার শিক্ষকের পদত্যাগ

ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ