বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ব্যয়বহুল সাজপোশাক নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন। ভারতের গণ্ডি পেরিয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। 

ভারতীয় সিনেমায় এক মিনিটের পারফরম্যান্সের জন্য ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। এবার সৌদি আরবে স্টেজ শোয়ে ৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়লেন উর্বশী। 

এ নিয়ে মানি কন্ট্রোলকে সাক্ষাৎকার দিয়েছেন উর্বশী রাউতেলা। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, জেদ্দায় পারফর্ম করার জন্য ৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক শোতে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া ভারতীয় অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়েছেন। এত বড় মাইলফলক স্পর্শ করার অনুভূতি কেমন?

জবাবে উর্বশী রাউতেলা বলেন, “বছরের পর বছর ধরে আমার নিষ্ঠা, শৃঙ্খলা এবং শিল্পের প্রতি বিশ্বাসের জন্য এটা ঐশ্বরিক পুরস্কার বলে মনে করছি। এই মুহূর্তটি কেবল আমার জন্য নয়, বরং প্রতিটি ভারতীয় নারীর জন্য ঐতিহাসিক; যারা বড় স্বপ্ন দেখার সাহস করেন। আমি সবসময় গল্প পুনর্লিখনে বিশ্বাসী। আশা করি, এই মাইলফলক আরো দ্বার খুলে দেবে, বিশ্বব্যাপী ভারতীয় নারীদের আরো জায়গা তৈরি করবে।”

সৌদি আরব ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল? এ প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, “আমার সৌদি আরব ভ্রমণ অসাধারণ ছিল। আমি প্রথম ভারতীয় নারী যে, সৌদি আরবের জেদ্দায় পারফর্ম করেছি। জেদ্দা এবং তার বাইরের মানুষের কাছ থেকে যে উষ্ণ ভালোবাসা, আতিথেয়তা পেয়েছি, সত্যি তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এটি ছিল একটি সুন্দর সাংস্কৃতিক বিনিময়। ভারতীয় প্রতিভার এত প্রশংসা পাওয়া সত্যি অবিশ্বাস্য।”

ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, উর্বশী রাউতেলা ২৩৬ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৩৩৬ কোটি ৬৮ লাখ টাকার বেশি) মালিক। যদিও টেলি চক্কর, ডিএনএ, ডেকান ক্রনিকলের প্রতিবেদনে জানানো হয়েছে, উর্বশী রাউতেলা ৫৫০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৭৮৪ কোটি ৬২ লাখ টাকার বেশি) মালিক।

শুধু অভিনয় নয়, বিজ্ঞাপন, মডেলিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন, আন্তর্জাতিক প্রজেক্ট থেকেও মোটা অঙ্কের অর্থ আয় করে থাকেন উর্বশী। ইনস্টাগ্রামে তার অনুসারী ৭২ মিলিয়নের বেশি।

বলিউড লাইফের তথ্য মতে, উর্বশী রাউতেলা বেশ কিছু বিলাসবহুল গাড়ির মালিক। তার গ্যারেজে শোভা পাচ্ছে ফেরারি পোর্টোফিনো। এ গাড়ির মূল্য ৩.

৫ কোটি রুপি। তা ছাড়াও রয়েছে—অডি কিউ৭ (৮০-৯০ লাখ রুপি), ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর (৬ কোটি রুপি), বিএমডব্লিউ ৭ সিরিজ (১.৮৩ কোটি রুপি), মার্সিডিজ বেঞ্চ এস ক্লাস (১.৭১ কোটি রুপি)।

উর্বশী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেন উর্বশী রাউতেলা। সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে নেচে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে বক্স অফিসে বেশ সাড়া ফেলে সিনেমাটি।

এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

উর্বশীর হাতে এখন বিভিন্ন ভাষার তিনটি সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো—হিন্দি ভাষার ‘কাসুর টু’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, তেলেগু ভাষার ‘ব্ল্যাক রোজ’। 

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

বিশ্বের প্রথম ৫ লাখ কোটি ডলারের কোম্পানি এনভিডিয়া

চিপ কোম্পানি এনভিডিয়ার অগ্রযাত্রা চলছেই। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রাণভোমরা হচ্ছে এই চিপ। ফলে এনভিডিয়ার ব্যবসায়িক বিকাশই এখন প্রযুক্তি খাতের স্বাভাবিক ঘটনা। সে সুবাদে কোম্পানিটি একের পর এক সমৃদ্ধির মাইলফলক অর্জন করে সামনে এগিয়ে যাচ্ছে।

সফলতার ধারাবাহিকতায় জেনসেন হুয়াং প্রতিষ্ঠিত এই কোম্পানি গত বুধবার বিশ্বের ইতিহাসে প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন বা ৫ লাখ কোটি মার্কিন ডলারের বাজার মূলধনের নতুন মাইলফলক স্পর্শ করেছে। খবর অ্যারাবিয়ান বিজনেসের।

বাজার মূলধন ৫ ট্রিলিয়ন ডলারে ওঠার খবরে বুধবার এনভিডিয়ার শেয়ারের দর ২ দশমিক ৯৯ শতাংশ বেড়ে যায়। এই দাম বাড়ার ফলে দিন শেষে কোম্পানিটির বাজার মূলধন বেড়ে দাঁড়ায় ৫ দশমিক শূন্য ৩ ট্রিলিয়ন বা ৫ লাখ ৩ হাজার কোটি মার্কিন ডলার।

এক মাইলফলক থেকে আরেক মাইলফলক অর্জন করতে এনভিডিয়ার তেমন একটা সময় লাগছে না। ২০২৩ সালের জুন মাসে কোম্পানিটি প্রথম এক ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের বাজার মূলধনের মাইলফলক স্পর্শ করে। তার ২৯ মাসের মাথায় কোম্পানিটি ৫ লাখ কোটি ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলল।

এক লাখ কোটি ডলারের বাজার মূলধন থেকে দুই লাখ কোটি ডলারে পৌঁছাতে এনভিডিয়ার সময় লেগেছিল ১৮০ দিন। এরপর দুই লাখ কোটি ডলার থেকে তিন লাখ কোটি ডলারে যেতে লেগেছে মাত্র ৬৬ দিন। সর্বশেষ চার লাখ কোটি ডলার থেকে পাঁচ লাখ কোটি ডলারে পৌঁছাতে সময় লেগেছে ৭৮ দিন।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানের ঢেউয়ে চেপে এগিয়ে চলেছে এনভিডিয়া—যে প্রবণতা শুরু হয়েছে ২০২২ সালের শেষ দিকে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চালুর পর থেকে। চলতি বছরে এখন পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫০ শতাংশের বেশি বেড়েছে। আর গত পাঁচ বছরে বেড়েছে ১ হাজার ৫০০ শতাংশের বেশি। সেই তুলনায় এ বছর এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে মাত্র ১৭ শতাংশ ও ন্যাসডাকে ২৩ শতাংশ।

বিশ্বব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে এনভিডিয়ার বাজার মূলধন যুক্তরাষ্ট্র ও চীন ছাড়া এখন বিশ্বের যেকোনো দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের জিডিপির আকার ২৯ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলার, আর চীনের জিডিপি ১৮ দশমিক ৭৪ ট্রিলিয়ন ডলার। এর পেছনে জার্মানির অবস্থান। সে দেশের জিডিপির আকার ৪ দশমিক ৬৬ ট্রিলিয়ন ডলার।

কোম্পানিস মার্কেট ডট কমের তথ্যানুসারে, বাজার মূলধনের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে মাইক্রোসফট; তাদের বাজার মূলধন ৪ লাখ ২৫ হাজার কোটি ডলার। ৪ লাখ কোটি ডলারের বাজার মূলধন নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাপল। ৩ লাখ ৩২ হাজার কোটি ডলার নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যালফাবেট। ২ লাখ ৪৫ হাজার কোটি ডলার নিয়ে পঞ্চম স্থানে আছে অ্যামাজন।

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বের প্রথম ৫ লাখ কোটি ডলারের কোম্পানি এনভিডিয়া