থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বাজারে আজ সোমবার এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে থাইল্যান্ডের পুলিশ এ তথ্য দিয়েছে।

মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাত্তা রয়টার্সকে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বন্দুকধারী নিজেও আছেন। তিনি আত্মহত্যা করেছেন।
থাই পুলিশ বিবৃতিতে বলেছে, তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় ও তাঁর উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে তদন্ত করছে। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া পাঁচজন ওই বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

ব্যাংককের বাং সুঁয়ে এলাকার পুলিশ কর্মকর্তা সানোং সেংমানি বলেছেন, ওই গুলির ঘটনায় কোনো পর্যটক হতাহত হননি। ওই বাজারে মূলত কৃষিজাত পণ্য বিক্রি হয়ে থাকে।

থাই পুলিশ বিবৃতিতে বলেছে, তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় ও তাঁর উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে তদন্ত করছে। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া পাঁচজন ওই বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

থাইল্যান্ড দক্ষিণ–পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ। থাইল্যান্ডের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলো পর্যটন খাত।

পুলিশের প্রকাশ করা ভিডিও ফুটেজে সাদা টুপি পরা এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে। তাঁর বুকের সামনে ব্যাকপ্যাক ঝুলানো। তিনি বাজারের পার্কিং লটে হেঁটে যাচ্ছিলেন।

থাইল্যান্ডে বন্দুকধারীর হামলা কোনো অপরিচিত ঘটনা নয়। ২০২৩ সালের অক্টোবরে একটি বিলাসবহুল শপিং মলে ১৪ বছর বয়সী এক সন্দেহভাজন গুলি করে দুজনকে হত্যা এবং পাঁচজনকে আহত করেছিল।

এর এক বছর আগে ২০২২ সালে থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় এক নার্সারিতে এক সাবেক পুলিশ কর্মকর্তার গুলি ও ছুরিকাঘাতে ৩৬ জন নিহত হন। এর মধ্যে ২২ জনই ছিল শিশু।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ব্যাংককের বাজারে পাঁচজনকে গুলি করে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বাজারে আজ সোমবার এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে থাইল্যান্ডের পুলিশ এ তথ্য দিয়েছে।

মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাত্তা রয়টার্সকে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বন্দুকধারী নিজেও আছেন। তিনি আত্মহত্যা করেছেন।
থাই পুলিশ বিবৃতিতে বলেছে, তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় ও তাঁর উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে তদন্ত করছে। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া পাঁচজন ওই বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

ব্যাংককের বাং সুঁয়ে এলাকার পুলিশ কর্মকর্তা সানোং সেংমানি বলেছেন, ওই গুলির ঘটনায় কোনো পর্যটক হতাহত হননি। ওই বাজারে মূলত কৃষিজাত পণ্য বিক্রি হয়ে থাকে।

থাই পুলিশ বিবৃতিতে বলেছে, তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় ও তাঁর উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে তদন্ত করছে। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া পাঁচজন ওই বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

থাইল্যান্ড দক্ষিণ–পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ। থাইল্যান্ডের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলো পর্যটন খাত।

পুলিশের প্রকাশ করা ভিডিও ফুটেজে সাদা টুপি পরা এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে। তাঁর বুকের সামনে ব্যাকপ্যাক ঝুলানো। তিনি বাজারের পার্কিং লটে হেঁটে যাচ্ছিলেন।

থাইল্যান্ডে বন্দুকধারীর হামলা কোনো অপরিচিত ঘটনা নয়। ২০২৩ সালের অক্টোবরে একটি বিলাসবহুল শপিং মলে ১৪ বছর বয়সী এক সন্দেহভাজন গুলি করে দুজনকে হত্যা এবং পাঁচজনকে আহত করেছিল।

এর এক বছর আগে ২০২২ সালে থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় এক নার্সারিতে এক সাবেক পুলিশ কর্মকর্তার গুলি ও ছুরিকাঘাতে ৩৬ জন নিহত হন। এর মধ্যে ২২ জনই ছিল শিশু।

সম্পর্কিত নিবন্ধ

  • চাঁদাবাজিতে গ্রেপ্তার সিয়াম-সাদাব রাজনীতিতে জড়িয়ে টিউশন ছাড়েন