শারজাহতে আফগানিস্তানের ঐতিহাসিক কীর্তি, বাংলাদেশের পরেই নিলো অবস্থান
Published: 6th, September 2025 GMT
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার এক রুদ্ধশ্বাস ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) মাত্র চার রানে হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান। চলমান ত্রিদেশীয় সিরিজে এটি তাদের টানা তৃতীয় জয়। তবে সবচেয়ে বড় বিষয়, এই জয় তাদেরকে পৌঁছে দিয়েছে এক বিশেষ রেকর্ডের কাতারে।
এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে শারজাহ ভেন্যুতে আফগানিস্তানের টি–টোয়েন্টি জয় দাঁড়াল ২০-এ। যা বাংলাদেশের রেকর্ডের পরেই। বাংলাদেশের রয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সর্বোচ্চ ২৪ টি–টোয়েন্টি জয়ের কীর্তি।
আরো পড়ুন:
ইতিহাস গড়লেন ব্রিটজকে, ওয়ানডেতে রেকর্ডের পর রেকর্ড
অভিষেকেই দুঃস্বপ্ন, লজ্জার রেকর্ড গড়লেন ইংলিশ পেসার সনি বেকার
আরব আমিরাতের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ২০ ওভারে ১৭০ রান, ৪ উইকেট হারিয়ে। অধিনায়ক ইব্রাহিম জাদরান সামনে থেকে নেতৃত্ব দিয়ে খেলেন ৪৮ রানের দারুণ ইনিংস (৩৫ বলে, ৩ চার ও ৩ ছক্কা)। তার সঙ্গে ইনিংসের শুরুতে রহমানউল্লাহ গুরবাজ গড়েন ৯৮ রানের জুটি, যেখানে গুরবাজের অবদান ছিল ৪০ রান।
শেষ দিকে করিম জানাতের ঝোড়ো ১৪ বলে ২৮, আর অপরাজিত থেকে গুলবাদিন নাইবের ২০* ও আজমাতউল্লাহ ওমরজাইয়ের ১৪* আফগানিস্তানকে এনে দেয় চ্যালেঞ্জিং স্কোর।
টার্গেট তাড়ায় নামা ইউএই শুরুতে লড়াই জমিয়ে তোলে। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম খেলেন ২৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস। পরে আসিফ খান মারকাটারি ব্যাটিংয়ে ম্যাচটিকে প্রায় ঘুরিয়ে দিচ্ছিলেন। ২৮ বলে ৪০ রান করেন তিনি, যেখানে চার-ছক্কায় ছিল দারুণ আক্রমণাত্মক ছাপ।
শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। উত্তেজনায় ভরপুর মুহূর্তে বল হাতে দায়িত্ব নেন ফারিদ আহমদ। শেষ বলে এসে সেট ব্যাটার আসিফ খানকে আউট করে দলের জয় নিশ্চিত করেন তিনি। ইউএই থামে ১৬৬/৫ রানে।
এই জয় আফগানিস্তানের জন্য এক মাইলফলক। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তাদের এটি ২০তম জয়, যা বাংলাদেশের পর দ্বিতীয় সর্বোচ্চ। তবে বিশেষত্ব হলো—বিদেশি মাটিতে কোনো ভেন্যুতে ২০ জয় পাওয়া এটিই প্রথম দৃষ্টান্ত।
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা এই তালিকায় পরের অবস্থানে। পাকিস্তানের দুবাইয়ে ১৮ এবং লাহোরে ১৬ জয়, আর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে রয়েছে ১৪ জয়।
টি–টোয়েন্টি ক্রিকেটে এক ভেন্যুতে সবচেয়ে বেশি জয়:
দল | ভেন্যু | শহর | ম্যাচ | জয় |
বাংলাদেশ | শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম | ঢাকা | ৪৮ | ২৪ |
আফগানিস্তান | শারজাহ ক্রিকেট স্টেডিয়াম | শারজাহ | ২৯ | ২০ |
পাকিস্তান | দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম | দুবাই | ৩২ | ১৮ |
পাকিস্তান | গাদ্দাফি স্টেডিয়াম | লাহোর | ২৬ | ১৬ |
দক্ষিণ আফ্রিকা | ওয়ান্ডারার্স স্টেডিয়াম | জোহানেসবার্গ | ২৬ | ১৪ |
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড আফগ ন স ত ন র কর ড
এছাড়াও পড়ুন:
আরব-মুসলিম নেতাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার আহ্বান
কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার পর সোমবার দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা এক জরুরি শীর্ষ সম্মেলনে বসেন। সম্মেলন শেষে তাঁরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান।
আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এই যৌথ বৈঠকে প্রায় ৬০টি দেশ অংশ নেয়। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে দোহায় হামাস নেতাদের বৈঠক চলাকালে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল।
হামাস জানিয়েছে, হামলায় তাদের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ কোনো নেতা নিহত হননি। এই হামলার প্রতিক্রিয়ায় সোমবার জরুরি সম্মেলনটির আহ্বান করেছিল কাতার।
সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান কার্যক্রম রোধে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে (বৈঠকে অংশগ্রহণকারী) সব দেশের প্রতি আহ্বান জানানো হচ্ছে।’ এসব কার্যক্রম হতে পারে, ‘ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা।’
কাতারের সঙ্গে ঘনিষ্ঠ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনসহ জর্ডান, মিসর এবং মরক্কো এরই মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। এসব দেশও গতকালের সম্মেলনে অংশ নিয়েছে। কিন্তু এর মধ্যে ইউএই, বাহরাইন এবং মরক্কোর শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেননি।
যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি (বাঁয়ে) ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে, ১৫ সেপ্টেম্বর ২০২৫