নেপালের জেন-জি এর নেতৃত্বে বিক্ষোভের ফলে মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। বিক্ষোভকারীদের উপর পুলিশের দমন-পীড়নে কমপক্ষে ৩১ জন নিহত এবং এক হাজারেরও বেশি আহত হন। এই অস্থিরতার ফলে সরকারি ভবন, সিনিয়র রাজনীতিবিদদের ব্যক্তিগত বাসভবন এমনকি পর্যটন কেন্দ্রগুলোতে অবস্থিত হোটেলগুলোতেও অগ্নিসংযোগ করা হয়। 

এই অস্থিরতার মূলে রয়েছে নতুন প্রজন্মের ক্ষোভ। যেখানে সাধারণ নেপালিরা বেকারত্ব, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং তীব্র দারিদ্র্যের সাথে লড়াই করছে, সেখানে রাজনৈতিক নেতাদের সন্তানরা যারা ‘নেপো কিডস’ নামে পরিচিতি, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাসবহুল গাড়ি, ডিজাইনার হ্যান্ডব্যাগ এবং আন্তর্জাতিক ছুটির দিনগুলো উপভোগ করার ছবি পোস্ট করেছে। এক হিসেবে বলা যায়, সন্তানদের বিলাসবহুল জীবন যাপনের ছবি পোস্ট করাই কাল হয়েছে নেপালের রাজনীতিবিদদের জন্য।

রাজনীতিবিদদের সন্তানদের অমিতব্যয়ী জীবনযাত্রা তুলে ধরা পোস্ট এবং ভিডিওগুলো টিকটক, ইনস্টাগ্রাম, রেডিট এবং এক্স-এ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। #PoliticiansNepoBabyNepal এবং #NepoBabies-এর মতো হ্যাশট্যাগগুলো লাখ লাখ ভিউ আকর্ষণ করেছে।

এই পোস্টগুলোতে বিলাসবহুল গাড়ি, দামি ডিজাইনার পোশাক, বিদেশে সুস্বাদু খাবার এবং একচেটিয়া ছুটির গন্তব্য দেখানো হয়েছে। অনেক পোস্টের সাথে সাধারণ নেপালিদের বন্যা, বিদ্যুৎ বিভ্রাট এবং খাদ্যের ঊর্ধ্বমুখী দামের সাথে লড়াই করার ছবি যুক্ত করা হয়েছে।

উদাহরণস্বরূপ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিরোধ খাতিওয়াদার কন্যা, ২৯ বছর বয়সী শৃঙ্খলা খাতিওয়াদাকে বিক্ষোভকারীরা অভিজাতদের বিশেষাধিকারের প্রতীক হিসাবে চিহ্নিত করেছিলেন। ভাইরাল পোস্টগুলোতে তার বিদেশ ভ্রমণ এবং বিলাসবহুল জীবনযাত্রা দেখানো হয়েছিল। বিক্ষোভের সময় বিরোধ খাতিওয়াদার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পুত্রবধূ জনপ্রিয় গায়িকা শিবানা শ্রেষ্ঠা প্রায়শই বিলাসবহুল বাড়ি এবং ব্যয়বহুল ফ্যাশন প্রদর্শনের ভিডিও পোস্ট করেন। তিনি এবং তার স্বামী জয়বীর সিং দেউবাকে অনলাইনে রাজনৈতিক পরিবারের উদাহরণ হিসেবে টার্গেট করা হয়েছিল, যারা ‘কোটি টাকার’ সম্পদে বাস করে।

নেপালের সাধারণ নাগরিক যখন চাকরির জন্য লড়াই করছিলেন, তখন কমিউনিস্ট পার্টির নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের নাতনী স্মিতা দহল সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ টাকা দামের হ্যান্ডব্যাগ প্রদর্শনের জন্য সমালোচিত হয়েছিলেন।

আইনমন্ত্রী বিন্দু কুমার থাপার ছেলে সৌগত থাপাকে অনলাইনে বিলাসবহুল জিনিসপত্রে ঘেরা বিলাসবহুল জীবনযাপনকারী হিসেবে চিত্রিত করা হয়েছিল। বিক্ষোভ তীব্র হওয়ার সাথে সাথে তার ছবি ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। বিক্ষোভকারীরা আইনমন্ত্রীর বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ল সবহ ল জ র জন ত ব র র জন

এছাড়াও পড়ুন:

গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত নিবন্ধ