Risingbd:
2025-11-02@21:59:06 GMT

নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা 

Published: 13th, September 2025 GMT

নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা 

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ভেঙে দেওয়া হয়েছে পার্লামেন্ট, ঘোষণা করা হয়েছে আগামী নির্বাচনের তারিখ। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রীকে। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর প্রধান এবং কূটনৈতিক মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরপর রাষ্ট্রপতির কার্যালয় শুক্রবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সুপারিশে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন এবং আগামী ৫ মার্চ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেছেন। নেপালে সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। খবর এএফপির। 

নেপালে রাজনৈতিক অস্থিরতা এবং বিক্ষোভের ধারা নতুন অন্তর্বর্তী সরকারের পথে সূচনা করেছে। যার হাল ধরেছেন ৭৩ বছর বয়সি সুশীলা কার্কি। তিনি পেশাগতভাবে কোনো রাজনীতিক নন। তিনি মূলত পরিচিত ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য। বিচারপতি হিসেবে তিনি দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছিলেন, যা তাকে যেমন প্রশংসিত করেছে, তেমনি তার জন্য শত্রুও তৈরি করেছে।

একজন সৎ বিচারপতি হিসেবে কার্কির খ্যাতি তাকে এমন এক সময়ে রাজনৈতিক আলোর বৃত্তে নিয়ে এসেছে যখন দুর্নীতি ও শাসনব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে কাঁপছে নেপাল। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর বিক্ষোভকারীদের একটি বড় অংশ কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করার দাবি জানিয়ে আসছিল।

কার্কির নিয়োগকে তুলনা করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে, যিনি গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই গণঅভ্যুত্থান শেখ হাসিনার পতন ঘটায়।

২০০৯ সালে নেপালের সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি হিসেবে তার বিচারিক জীবন শুরু হয়। এক বছর পর তিনি স্থায়ী বিচারপতি হন, আর ২০১৬ সালের জুলাইয়ে প্রধান বিচারপতির পদে উন্নীত হন।

২০১৭ সালের এপ্রিল মাসে তৎকালীন ক্ষমতাসীন নেপালি কংগ্রেস ও সিপিএন (মাওবাদী কেন্দ্র)-এর আইনপ্রণেতারা তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনেন। অভিযোগ ছিল, তিনি দুর্নীতি দমন কমিশনের প্রধানকে বরখাস্ত করার রায়ে পক্ষপাতিত্ব করেছিলেন। এর ফলে তাকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হয়।

তবে উদ্যোগটি ব্যুমেরাং হয়ে যায়। বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে জনমত ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। নেপালের সুপ্রিম কোর্ট নিজেই হস্তক্ষেপ করে প্রক্রিয়া স্থগিত করে। কয়েক সপ্তাহের মধ্যে অভিশংসন প্রস্তাব প্রত্যাহার করা হয় এবং কার্কি পুনরায় পদে বহাল হন। তবে এর কিছুদিন পরই ২০১৭ সালের জুনে তিনি অবসরে যান।

প্রধান বিচারপতি থাকাকালীন তিনি বেশ কয়েকটি ঐতিহাসিক মামলার রায় দেন, যার মধ্যে তথ্য ও যোগাযোগমন্ত্রী জয়া প্রকাশ প্রসাদ গুপ্তকে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করা অন্যতম।

চলতি সপ্তাহে পুলিশের গুলিতে অন্তত ৫১ জন নিহত ও ১ হাজার ৩০০ জনের বেশি আহত হন। এসব বিক্ষোভ শুরু হয়েছিল ওলি সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে, যা জনমনে ভিন্নমত দমনের প্রচেষ্টা হিসেবে ধরা হয়েছিল। যদিও পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ওলি পদত্যাগ করেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ২১ জন বিক্ষোভকারী, ৯ জন বন্দি, ৩ জন পুলিশ সদস্য এবং ১৮ জন অন্যান্য সাধারণ মানুষ ছিলেন। কাঠমান্ডুর হাসপাতালগুলো থেকে স্বজনরা এখন তাদের মৃতদেহ সংগ্রহ করতে শুরু করেছেন।

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ষ ট রপত অন ষ ঠ স ত কর

এছাড়াও পড়ুন:

জেমাইমার কান্নার ম্যাচে টুপটাপ ভাঙল রেকর্ডও

নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গতকাল রাতে নারী বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়া করতে নেমে ভারত জয় তুলে নেয় ৯ বল হাতে রেখে। নারী বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এ ছাড়া আরও বেশ কিছু রেকর্ড হয়েছে এ ম্যাচে। আসুন, দেখে নিই।৩৩৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়ায় ভারতের লক্ষ্য। নারী বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড। এবারের নারী বিশ্বকাপের বিশাখাপত্তনমে ভারতের দেওয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল রাতে নতুন রেকর্ড গড়েছে ভারত। মেয়েদের ওয়ানডেতে এর আগে সর্বোচ্চ ২৬৪ রান তাড়া করে জিতেছে ভারত। তবে মেয়েদের বিশ্বকাপে ভারত এর আগে কখনো ন্যূনতম ২০০ রান তাড়া করে জিততে পারেনি।

১৫

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টানা ম্যাচ জয়সংখ্যা। গতকাল রাতে হারের আগে সর্বশেষ ২০১৭ নারী বিশ্বকাপের সেমিফাইনালে এই ভারতের বিপক্ষেই হেরেছিল অস্ট্রেলিয়া। নারী বিশ্বকাপে এটা যৌথভাবে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। আগের রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়ার (১৯৯৩-২০০০)।

৬৭৯

ভারত ও অস্ট্রেলিয়ার দুই ইনিংস মিলিয়ে মোট রান। নারী বিশ্বকাপে দুই দলের ইনিংস মিলিয়ে এটাই সর্বোচ্চ রানের ম্যাচ। ২০১৭ সালে ব্রিস্টলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচে উঠেছিল ৬৭৮ রান।

আরও পড়ুনচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে ভারত১১ ঘণ্টা আগে৩

ছেলে ও মেয়েদের ওয়ানডে মিলিয়ে নকআউট ম্যাচে ৩০০–এর বেশি রানের লক্ষ্য তাড়া করে জয়ের নজির। আগের দুবার এই নজির গড়েছে ভারতের ছেলেদের ক্রিকেট দল। ১৯৯৮ সালে ইনডিপেনডেন্স কাপের তৃতীয় ফাইনালে পাকিস্তানের ৩১৪ রান তাড়া করে জিতেছিল ভারত। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডের ৩২৫ রান তাড়া করে জেতে ভারত।

১২৭*

নারী ওয়ানডেতে রান তাড়ায় ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস, যেটা গতকাল রাতে খেলেন জেমাইমা রদ্রিগেজ। গত মাসে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৫ রানের ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা।

৭৭

ভারতের বিপক্ষে সেঞ্চুরি করতে অস্ট্রেলিয়ার ফোবে লিচফিল্ডের খেলা বলসংখ্যা। মেয়েদের ওয়ানডেতে নকআউট ম্যাচে এটা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০১৭ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯০ বলে সেঞ্চুরি করেন হারমানপ্রীত কৌর। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের ন্যাট শিভার-ব্রান্টও ৯০ বলে সেঞ্চুরি করেন।

২০২৫ সালে মেয়েদের এই বিশ্বকাপ ফাইনালই প্রথম ফাইনাল যেখানে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মধ্যে কাউকে দেখা যাবে না। আগের সব কটি বিশ্বকাপের ফাইনালেই এই দুই দলের মধ্যে কেউ না কেউ ছিল।

আরও পড়ুনবোলাররা ভাসান, ব্যাটসম্যানেরা ডোবান—আজ কী করবে বাংলাদেশ৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • মিতালিকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন মান্ধানা
  • সোনার টয়লেট ‘আমেরিকা’ নিলামে উঠছে, সর্বনিম্ন দর কত জানেন
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 
  • জেমাইমার কান্নার ম্যাচে টুপটাপ ভাঙল রেকর্ডও