সুস্থ সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বইয়ের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিতে
Published: 13th, September 2025 GMT
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “সুস্থ সংস্কৃতি, আমাদের ধর্মীয় মুল্যবোধ বইয়ের মাধ্যমে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। বই হচ্ছে জ্ঞানের ভান্ডার, বইয়ে মানুষের হৃদয়কে আলোকিত করার তথ্য উপাত্ত আছে যা সুস্থ সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।”
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.
আরো পড়ুন:
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে হল না থাকার শূন্যতা অনুভব করেছি: আহমাদুল্লাহ
ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে: ফয়জুল করিম
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত ড. উমর ফাহমিদ।
এছাড়া প্রকাশকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আহমেদ রফিক, স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে লেবাননের দারুল কুতুলি ইলমিয়্যা প্রকাশনীর সত্ত্বাধিকারী জিহাদ বাইদুল, লেবাননের দারে ইবন হজম প্রকাশনীর সত্ত্বাধিকারী আহমদ কুসাইবাতী, মিশর ও লেবাননের মুয়াসসাহ রিসালাহ আলামিয়্যাহ প্রকাশনীর সত্ত্বাধিকারী হিশাম আ. রহীম, মিশরের ইবদা ও দারে ইবনে জাওযি প্রকাশনীর সত্ত্বাধিকারী আহমদ হিশামসহবিশিষ্ট ওলামায়ে-কেরাম, লেখক, প্রকাশক, বিক্রেতা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বইমেলা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এবং চলবে ১৩ সেপ্টেম্বর শনিবার থেকে ১২ অক্টোবর রবিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
মাসব্যাপী এই মেলায় প্রায় দেড় শতাধিক স্টল স্থান পেয়েছে। পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তান থেকে প্রায় চারটি আন্তর্জাতিক স্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করছে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকবে ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। থাকবে শিশু চত্বর, ফুড কর্নার, মিডিয়া কর্নার, তথ্য কেন্দ্রসহ মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা।
মাসব্যাপী বইমেলা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের স্টলে এবং বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে প্রকাশিত সব বইয়ে দেয়া হবে ৪০% থেকে ৭০% পর্যন্ত কমিশন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম অন ষ ঠ ন প রক শ ল ব নন বইম ল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫