ধানের শীষে ভোট দিতে জনসাধারনকে উদ্বুদ্ধ করতে হবে : ভিপি রাজিব
Published: 17th, October 2025 GMT
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি মাশুকুল ইসলাম রাজিব।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল তিনটায় ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ বাজার থেকে শুরু করে ৭ ও ৮নং ওয়ার্ডের দোকানদার, পথচারী, রিক্সা চালকসহ জনগণের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।
এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের ৩১ দফার লিফলেট ও ধানের শীষের প্রচারনায় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।
লিফলেট ও প্রচারনা পূর্বে পথসভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
নেতাকর্মীরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে প্রতিটি গ্রামের পাড়া মহল্লায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার প্রতীক ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য জনসাধারনকে উদ্বুদ্ধ করতে হবে।
বিএনপি ও তারেক রহমানের উপর আস্থা রাখার জন্য জনগনকে উদ্বুত্ব করে তাদের দোরগোড়ায় আমাদেরকে পৌছাতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে এবং উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি ফের সচল হবে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং একটি মানবিক রাষ্ট্রে পরিনত হবে।’
তিনি আরও বলেন বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির সরকার সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠা করে নারীদের শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করেছে।
আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি জনজনের ভোটে আগামীতে ক্ষমতায় আসলে দেশে সকল নারীদের সকল ধরনের সুযোগ করবেন।
এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং ফতুল্লা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল ব এনপ র
এছাড়াও পড়ুন:
সরকারকে সবাই ব্যস্ত রেখেছে যেন নির্বাচন না হয়: মির্জা ফখরুল
পিআর নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, “অন্তর্বর্তী সরকারকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে- যেন নির্বাচন না হয়। জনগণ নির্বাচন চায়। ভোট নিয়ে কোনো আপস হবে না।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভেদ সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল
পিআর পদ্ধতি ব্যক্তির প্রতিনিধি পছন্দের স্বাধীনতা খর্ব করে: ফখরুল
মির্জা ফখরুল বলেন, “জনগণ ভোট দিতে চায়। ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। মানুষ এবার আপস করবে না। তাই আসেন পিআর বাদ দিয়ে সঠিকভাবে নির্বাচন করি। যারা জিতবে তাড়া সরকার গঠন করবে। সবাইকে নিয়ে আমরা বিভিন্ন সমস্যা সমাধান করব।”
জনগণের সেবা করার সুযোগ চেয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা পরীক্ষিত দল। আমরা সরকারে ছিলাম। আপনাদের জন্যে আবারো আমরা কাজ করতে চাই। আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমাদের দেওয়া ৩১ দফা পূরণ করব।”
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ