জাতীয় ফুটবল দলে কে এই সাকিব আল হাসান
Published: 10th, February 2025 GMT
সাকিব আল হাসান, নামেই যাঁর পরিচয়। এই নামে আরেকজন ক্রীড়াবিদের আবির্ভাব হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। ক্রিকেটে নয়, এই সাকিব আল হাসান ফুটবলের। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলকিপার সাকিব আল হাসান এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩৮ জনের প্রাথমিক দলে ডাক পেয়েছেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথম ম্যাচের ক্যাম্পের জন্য পাঁচজন গোলকিপারের একজন এই সাকিব আল হাসান।
২০ বছর বয়সী সাকিবের বাড়ি নওগাঁ। বিকেএসপির সাবেক ছাত্র সাকিব ঢাকায় দ্বিতীয় বিভাগ ফুটবলে খেলেছেন ২০১৯ সালে। ২০২০-২১ মৌসুমে তাঁকে দলে নিয়ে আসেন তখনকার মোহামেডানের কোচিং স্টাফরা। বিকেএসপিতে মোহামেডান-বিকেএসপি প্রীতি ম্যাচে বিকেএসপির পক্ষে খেলেন সাকিব।
সেই ম্যাচে তাঁর খেলা পছন্দ হয়ে যায় টিম ম্যানেজমেন্টের। মোহামেডানে আসার পর এবারের মৌসুমেই মোটামুটি খেলার সুযোগ পাচ্ছেন সাকিব। এবার এ পর্যন্ত চারটি ম্যাচে একাদশে ছিলেন। বদলি হিসেবে খেলেছেন দুটি। যার একটি বসুন্ধরা কিংসের বিপক্ষে লিগের প্রথম পর্বে। ওই ম্যাচের ২০ মিনিটে গোলকিপার সুজন হোসেন চোট নিয়ে মাঠ ছাড়লে সাকিব মাঠে নামেন এবং পুরো ম্যাচে কিংসের সব আক্রমণ রুখে দিয়ে দলের ১-০ গোলের জয়ে রেখেছেন অবদান।
আরও পড়ুনহামজাকে নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল ১২ ঘণ্টা আগেগত বছর ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগে ম্যাচেও মোহামেডান হারিয়ে দেয় কিংসকে। মোহামেডানের নিয়মিত গোলকিপার সুজন মাথায় আঘাত পেয়ে মাঠ থেকে উঠে যান। ৮৮ মিনিটে বদলি হিসেবে নামেন গোলকিপার সাকিব। মিনহাজুর রহমান রাকিবের গোলে মোহামেডান তখন ১-০ গোলে এগিয়ে। চাপের মধ্যেও তরুণ গোলকিপার সাকিব চারটি নিশ্চিত গোল ঠেকিয়ে মোহামেডানের জয়ে রাখেন দারুণ অবদান।
হামজা চৌধুরীও ডাক পেয়েছেন প্রাথমিক দলে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ক ব আল হ স ন ব ক এসপ ফ টবল
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম