বুমরাকে নিয়ে বিপদে পড়েছে ভারত
Published: 11th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফিতে যশপ্রীত বুমরা থাকছেন কি থাকছেন না? সেই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে আজ। আইসিসির কাছে দলগুলোর চূড়ান্ত দল দেওয়ার শেষ দিন আজ। কিন্তু এখনো চোটের কারণে বুমরাকে নিয়ে অনিশ্চয়তায় ভুগছে বিসিসিআই।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সম্প্রতি বুমরার পিঠের স্ক্যান করানো হয়েছে। বিসিসিআইয়ের চিকিৎসক দলের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করবে নির্বাচক ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
বুমরাকে অবশ্য প্রাথমিকভাবে দলে রেখে দিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। ইতিমধ্যে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষ।
চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরা না থাকলে কী হবে? সে ক্ষেত্রে কপাল খুলতে পারে আরেক পেসার হর্ষিত রানার।১২ ফেব্রুয়ারি হবে সিরিজের শেষ ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচে আহমেদাবাদে খেলার কথা ছিল বুমরার। ১৮ জানুয়ারিতে দল ঘোষণার দল এই কথা বলেছিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। তবে আহমেদাবাদে না গিয়ে বুমরা গেছেন বেঙ্গালুরুতে পরীক্ষা করাতে। বুমরার না থাকার প্রশ্ন জোরালো হচ্ছে এই কারণে।
এ ছাড়া জানুয়ারির শুরুতে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে চোট পাওয়া বুমরা এরপর বোলিং করেননি। ক্রিকইনফো জানিয়েছে, পিঠে এখনো বুমরার ব্যথা আছে। যা থেকে সেরে উঠতে বুমরার পাঁচ সপ্তাহ সময় লাগবে।
আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফিতে যে তালিকায় অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে বুমরা না থাকলে কী হবে? সে ক্ষেত্রে কপাল খুলতে পারে আরেক পেসার হর্ষিত রানার। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচে খেলেছেন তিনি।
বুমরা না থাকলে কপাল খুলতে পারে আরেক পেসার হর্ষিত রানার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন
‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।