বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যোগ হলো এক নতুন অধ্যায়। বাংলাদেশ এবার আন্তর্জাতিক আসরে খেলবে সমুদ্রের খেলা—সার্ফিং। আগামী ২০২৬ সালের সেপ্টেম্বরে জাপানের নায়োগায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে প্রথমবারের মতো লাল-সবুজের পতাকা হাতে লড়বেন বাংলাদেশের তরুণ সার্ফাররা।

এ স্বপ্নযাত্রার সূচনা ভারতের তামিলনাড়ু থেকে। সেখানে ৩ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হয় ‘চতুর্থ এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ’। এতে ১৮ দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ থেকে অংশ নেন পাঁচ সার্ফার—মোহাম্মদ মান্নান, হাসান, মোহাম্মদ ইউনুস, মাহিমা আক্তার মিলি ও ফাতেমা আকতার। প্রতিযোগিতায় নবম স্থান অর্জন করে তারা নিশ্চিত করেন এশিয়ান গেমসের টিকিট।

তরুণদের চোখে স্বপ্ন 
দেশে ফিরেই বিশ্রাম ভুলে সার্ফাররা নেমে পড়েছেন ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করতে। কক্সবাজারে কোচ রাশেদ আলম প্রতিদিনই তাদের দক্ষতা ঝালিয়ে নিচ্ছেন। তিনি বলেছেন, “চ্যাম্পিয়নশিপে ভালো করায় সুযোগ এসেছে। এখন লক্ষ্য আরো বড়—এশিয়ান গেমসে পদক।”

নারী সার্ফার ফাতেমা আকতার বলেন, “আন্তর্জাতিক অভিজ্ঞতা নতুন পথ খুলে দিয়েছে। আমাদের কক্সবাজারের ঢেউ একরকম আর তামিলনাড়ুর ঢেউ ছিল ভিন্ন। তবু, আমরা বিশ্বাস করি, একদিন আমরা জিতব।”

মাহিমা আক্তার মিলি যোগ করেন, প্রথমবার অংশ নিয়েই অনেক শিক্ষা হলো। এখন সামনে এগোনো ছাড়া আর কিছু ভাবছি না।

সীমাবদ্ধতা পেরোনোর গল্প
বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেছেন, “সরকারি-বেসরকারি সহযোগিতা না থাকলেও আমরা এগিয়ে যাচ্ছি। পৃষ্ঠপোষকতা পেলে সাফল্যের পথ আরো সহজ হবে।”

অ্যাসোসিয়েশনের টিম লিডার সাইফুল্লাহ সিফাত যোগ করেন, অনেক চ্যালেঞ্জের পর এশিয়ান গেমসে জায়গা পাওয়া গেছে। এখন আন্তর্জাতিক অঙ্গনে আরো বড় প্রতিযোগিতার স্বপ্ন দেখি।

সামনে নতুন ইতিহাস
২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের নায়োগায় বসছে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। বাংলাদেশের সার্ফারদের জন্য এটি শুধু প্রথম অংশগ্রহণ নয়, বরং জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দিগন্ত। হয়ত একদিন সার্ফিং হয়ে উঠবে বাংলাদেশের মূলধারার খেলা।

ঢাকা/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
                               লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
                                 লেভেল-৩/টার্ম-২,
                                 লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:

২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
                               লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
                                লেভেল-৩/টার্ম-২,
                                 লেভেল-৪/টার্ম-২,
                                লেভেল-৫/টার্ম-২।

আরও পড়ুনএডিবি বৃত্তি: টোকিও বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ৭ ঘণ্টা আগেকোর্স রেজিস্ট্রেশনের তারিখ—

কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে আইসিটি বিষয়, কারা পড়াবেন২০ সেপ্টেম্বর ২০২৫ক্লাস ও পরীক্ষার সময়

১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫:  ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস:  ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬  থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।

#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd

আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • কেনিয়াকে কাঁদিয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে
  • আবারও টি–টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া
  • বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
  • এডিবি বৃত্তি: টোকিও বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ
  • হলান্ডের জোড়া গোল তবু মোনাকোয় আটকে গেল সিটি, আর্সেনালের জয়
  • মাধ্যমিক পেরোনো কড়া সম্প্রদায়ের প্রথম নারী গীতা, উচ্চমাধ্যমিকে পাশে দাঁড়াল প্রশাসন
  • বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি
  • বেসরকারি ব্যবস্থাপনায়ও ৩ হজ প্যাকেজ, সাধারণ প্যাকেজে ব্যয় বেড়েছে ২৭ হাজার টাকা