বিদায় অনুষ্ঠানে আ.লীগ নেতাকে নিমন্ত্রণ, প্রধান শিক্ষক লাঞ্ছিত
Published: 13th, February 2025 GMT
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকে দাওয়াত করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার স্কুল চত্বরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও স্কুলের সহকারী শিক্ষক নাজনীন খাতুনের অবসরজনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কে এম আব্দুর রাজ্জাক। তাঁকে দাওয়াত করায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত লোকজন প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন ছাইফুল ইসলামকে লাঞ্ছিত করে বের করে দেয়।
প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক যে আওয়ামী লীগ নেতা, তা জানা ছিল না। গ্রামের মুরুব্বি হিসেবে তাঁকে দাওয়াত দেওয়া হয়। তাঁকে দাওয়াত দেওয়ায় স্থানীয় লোকজন অশোভন আচরণ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে কথা বলতে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ আওয় ম ল গ ব দ য় অন ষ ঠ ন আওয় ম
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে