চ্যাম্পিয়নস ট্রফি কোথায় দেখবেন
Published: 15th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বাকি আর মাত্র চার দিন। মাঠে খেলা দেখবেন নাকি টিভির পর্দায়, সে সিদ্ধান্ত এত দিনে আপনার নিয়ে নেওয়ার কথা। মাঠে না গিয়ে কিংবা যেতে না পেরে ঘরে, অফিস বা যেকোনো জায়গায় যদি পর্দায় খেলা দেখার সিদ্ধান্ত নেন, সেটা দেখবেন কোথায়? চ্যাম্পিয়নস ট্রফির বিস্তারিত সম্প্রচার পরিকল্পনায় আজ এ তথ্য জানিয়েছে আইসিসি।
বাংলাদেশে থাকলে খেলা দেখতে পারবেন তিনটি জায়গায়। টি স্পোর্টস ও নাগরিক টেলিভিশনের সঙ্গে ডিজিটালি টফি অ্যাপেও খেলা দেখা যাবে। টেলিভিশনগুলোতে অবশ্য বিজ্ঞাপন চলছে অনেক দিন ধরেই। টফি অ্যাপেও আছে চ্যাম্পিয়নস ট্রফির বিজ্ঞাপন।
ভারতে ডিজিটালি খেলা দেখা যাবে জিও স্টারে। টেলিভিশনে দেখতে চাইলে স্টার ও নেটওয়ার্ক ১৮–এর চ্যানেলগুলোতে চোখ রাখতে হবে। এ ছাড়া বিশ্বের ৮০টির বেশি অঞ্চলে ICC.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫