আবরার আহমেদকে সুইপ করে এক রান নিতেই পূর্ণ হলো সেঞ্চুরি। অপর প্রান্তে ব্যাট করা টম ল্যাথাম এসে জড়িয়ে ধরলেন উইল ইয়াংকে। সেঞ্চুরিটা তিনি করেছেন দলকে শুরু থেকে টেনে এনেই, তবে ৯৯ রানে তাঁকে অপেক্ষা করতে হয়েছে চার বল। এরপর যখন তিন অঙ্ক ছুঁয়েছেন, স্বাভাবিকভাবে ইয়াংয়ের মুখে ছিল হাসি।

পরে অবশ্য সেঞ্চুরির আনন্দে মেতেছেন ল্যাথামও। দুজনের সেঞ্চুরিতে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩২০ রান করেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে টুর্নামেন্ট শুরুর ম্যাচেই পাকিস্তানকে জয়ের জন্য ওভারপ্রতি ৬-এর বেশি হারে রান তুলতে হবে।

করাচিতে দিনের শুরুটা অবশ্য পাকিস্তানের জন্য আনন্দেরই বেশি ছিল। খেলার কারণে যে নয়, তা বোঝা বোধ করি খুব একটা মুশকিল হওয়ার কথা নয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দিয়েই ২৯ বছর পর পাকিস্তানে আইসিসির টুর্নামেন্ট ফিরেছে। এই আয়োজন ঘিরে ক’দিন ধরেই পাকিস্তানে উৎসবের আবহ। তার ছাপ থাকল চ্যাম্পিয়নস ট্রফির শুরুর দিনেও—পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এলেন, বিমানবাহিনীর সৌজন্যে আকাশেও হলো রঙের খেলা।

এরপর খেলার মাঠেও টসও জিতেছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। কিউইরা ব্যাটিংয়ে নামার পর ৩৯ রানের উদ্বোধনী জুটি ভেঙে ডেভন কনওয়ে ফেরার চার বল পরই আউট হন কেইন উইলিয়ামসন। এর আগেই অবশ্য একটা দুঃসংবাদ যোগ হয় পাকিস্তানের—ইনিংসের দ্বিতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে চোটে পেয়ে মাঠ ছেড়ে যান ফখর জামান। নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার আগেই অবশ্য মাঠে ফিরেছেন তিনি।

পাকিস্তানকে এরপর ভুগিয়েছে ইয়াং-কনওয়ে জুটি। ১২৬ বলে ১১৮ রানের জুটি নিউজিল্যান্ডের এগিয়ে যাওয়ার ভিত গড়ে দেয়। ইয়াং অবশ্য বিদেশের মাটিতে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরির পর ১১৩ বলে ১২ চার ও ১ ছক্কায় ১০৭ রান করে আউট হয়ে যান।

পরের পথটুকুতে কিউইদের এগিয়ে নেন ল্যাথাম। ইয়াংয়ের পর সেঞ্চুরিও তুলে নেন তিনি, নিউজিল্যান্ডের রান নিয়ে যান তিন শ ছাড়িয়ে। ১০৪ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন ল্যাথাম। ৭৪ বলে তার সঙ্গে গ্লেন ফিলিপসের ১২৫ রানের জুটি ভাঙে ইনিংস শেষের দুই বল আগে।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও হারিস রউফ। আফ্রিদির খরচ ৬৩ রান হলেও হারিসের বলে বেরিয়েছে ৮৩ রান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবশ য

এছাড়াও পড়ুন:

‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল  সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।

সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে  একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য। 

সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের  গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র‍্যাব, বিজিবি,  সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।

‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

‎‎এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

‎‎তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

‎‎এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড
  • ২০০ বছরের ঐতিহ্য নিয়ে ভোলার বৈষা দধি
  • শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫