সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২২ দশমিক ৩০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৩.০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তুংহাই নিটিংয়ের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৮৯ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩.

১০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা নুরানী ডায়িংয়ের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৫০ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪.২০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরএকে সিরামিকসের ১১.৭২ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ১০.৬৪ শতাংশ, ভিএফএস থ্রেডের ৮.৬০ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৮.১১ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৭.৪৬ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৭.৪৬ শতাংশ এবং পিপলস লিজিংয়ের ৭.৪১ শতাংশ দর কমেছে।

 

এসকেএস

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

অপেক্ষায় সৌমি

শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। 

সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। 

সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। 

সম্পর্কিত নিবন্ধ