ধর্মঘটের কারণে সব কার্যক্রম বন্ধ এয়ার কানাডার
Published: 16th, August 2025 GMT
এয়ার কানাডার ফ্লাইট অ্যাটেন্ডটদের ধর্মঘটের কারণে বিমান সংস্থাটি তাদের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। ফলে তাদের দৈনিক ১ লাখ ৩০ হাজার যাত্রীর জন্য গ্রীষ্মকালীন ভ্রমণে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। শনিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
এয়ার কানাডার ১০ হাজার ফ্লাইট অ্যাটেন্ডেটের প্রতিনিধিত্বকারী সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অফ পাবলিক এমপ্লয়িজ এক বিবৃতিতে বলেছে, “আমরা এখন আনুষ্ঠানিকভাবে ধর্মঘটে আছি।”
মজুরি বৃদ্ধির পাশাপাশি ইউনিয়ন জানিয়েছে, তারা বোর্ডিং প্রক্রিয়াসহ গ্রাউন্ড ওয়ার্কের সমস্যা সমাধান করতে চায়।
বিশ্বব্যাপী ১৮০টি শহরে সরাসরি বিমান চলাচলকারী এয়ার কানাডা জানিয়েছে, ধর্মঘটের কারণে তারা ‘সব কার্যক্রম স্থগিত’ করেছে।
সংস্থাটি বলেছে, “এয়ার কানাডা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিমানবন্দরে না যাওয়ার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছে। ধর্মঘটের কারণে গ্রাহকদের উপর যে প্রভাব পড়ছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত।”
বুধবার ৭২ ঘন্টার ধর্মঘটের নোটিশ দেওয়ার পর কানাডিয়ান ইউনিয়ন অফ পাবলিক এমপ্লয়িজ রাত ১২টা ০১ মিনিট পর্যন্ত ধর্মঘটের আইনি অবস্থানে ছিল। উভয় পক্ষই নিশ্চিত করেছে যে, ধর্মঘটটি রাত ১২টা ৫৮ মিনিটে শুরু হয়েছিল।
শুক্রবার রাত ৮টা পর্যন্ত বিমান সংস্থাটি জানিয়েছে, তারা ৬২৩টি ফ্লাইট বাতিল করেছে যার ফলে ১ লাখেরও বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। শনিবারের জন্য তাদের ৭০০-ফ্লাইটের পূর্ণাঙ্গ সময়সূচি বাতিল করা হয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য ফ ল ইট
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে