রাজধানীতে নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
Published: 23rd, February 2025 GMT
রাজধানীর ভাটারা এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে শাহরিয়ার কবির (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার পুলিশ তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত আল আফসানি বলেন, ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
ভুক্তভোগী নারীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার। প্রতিকারের জন্য অনেক জায়গায় গিয়েছেন। সেই সূত্রে শাহরিয়ার কবিরের সঙ্গে তাঁর পরিচয় হয়। ভুক্তভোগী ওই নারী স্বামীর বিরুদ্ধে মামলা করতে চাইলে শাহরিয়ার তাঁকে সহায়তার আশ্বাস দিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ভাটারায় নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন এবং ঘটনা প্রকাশ না করার ভয় দেখিয়ে বের করে দেন। পরে তিনি বাড়িতে এসে সবার সঙ্গে কথা বলে মামলা করার সিদ্ধান্ত নেন। গতকাল শনিবার এ ঘটনায় মামলা করেন।
ঢাকা মেডিকেলের ওসিসির সমন্বয়ক চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, ভুক্তভোগী ওই নারী আজ রোববার হাসপাতালে ভর্তি হয়েছেন। আগামীকাল সোমবার তাঁর ফরেনসিক পরীক্ষার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//