রাজধানীতে নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
Published: 23rd, February 2025 GMT
রাজধানীর ভাটারা এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে শাহরিয়ার কবির (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার পুলিশ তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত আল আফসানি বলেন, ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
ভুক্তভোগী নারীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার। প্রতিকারের জন্য অনেক জায়গায় গিয়েছেন। সেই সূত্রে শাহরিয়ার কবিরের সঙ্গে তাঁর পরিচয় হয়। ভুক্তভোগী ওই নারী স্বামীর বিরুদ্ধে মামলা করতে চাইলে শাহরিয়ার তাঁকে সহায়তার আশ্বাস দিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ভাটারায় নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন এবং ঘটনা প্রকাশ না করার ভয় দেখিয়ে বের করে দেন। পরে তিনি বাড়িতে এসে সবার সঙ্গে কথা বলে মামলা করার সিদ্ধান্ত নেন। গতকাল শনিবার এ ঘটনায় মামলা করেন।
ঢাকা মেডিকেলের ওসিসির সমন্বয়ক চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, ভুক্তভোগী ওই নারী আজ রোববার হাসপাতালে ভর্তি হয়েছেন। আগামীকাল সোমবার তাঁর ফরেনসিক পরীক্ষার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন