চঞ্চল-সিয়ামকে নিয়ে রাফির ‘আন্ধার’
Published: 4th, November 2025 GMT
‘পোড়ামন টু’ সিনেমা দিয়ে সিয়াম আহমেদ ও রায়হান রাফির সাফল্যের গল্প শুরু হয়। এরপর ‘দামাল’ সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকের ভালোবাসা কুড়ান। তিন বছর পর ফের সেই জুটি ফিরছেন নতুন সিনেমা ‘আন্ধার’ নিয়ে।
শুটিং শেষ হওয়ার পর গতকাল রাতে গিক মিথ-এর ভার্চুয়াল আড্ডায় নির্মাতা রায়হান রাফি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম।
আরো পড়ুন:
‘কাণ্ডজ্ঞান’ নিয়ে কটাক্ষের শিকার মাধুরী
আইনজীবীর ভূমিকায় নুসরাত ফারিয়া
রায়হান রাফি বলেন, “আমার সিনেমাগুলোর ক্ষেত্রে সাধারণত শুটিংয়ের আগেই কাস্ট ঘোষণা করা হয় না। ‘আন্ধার’-এও সেই ধারাই বজায় রেখেছি। এবার শুটিং শেষ, তবে এখনো অনেক কাজ বাকি। ধীরে ধীরে সব কিছু জানানো হবে।”
সিনেমাটিতে গোয়েন্দা অফিসার দোলোয়ার চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আর শমসের চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। নায়িকা নাজিফা তুষি অভিনয় করেছেন নাদিয়া চরিত্রে। এছাড়া হাজরা খাতুন হিসেবে আফসানা মিমি, জালাল চরিত্রে গাজী রাকায়েত, ইনস্পেক্টর মনোয়ার চরিত্রে মোস্তফা মনোয়ার, হিমেল চরিত্রে ফররুখ আহমেদ রেহান এবং মায়া চরিত্রে স্বর্ণালী চৈতীকে দেখা যাবে বলে নির্মাতা জানিয়েছেন।
‘আন্ধার’ সিনেমার গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।
এই সিনেমা নির্মাণের জার্নিকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা বলে মন্তব্য করেছেন রায়হান রাফি। তার ভাষায়—“আমি এত দিন যেসব সিনেমা করেছি, সেগুলোর গল্প আমার নিজের ছিল। ‘আন্ধার’ প্রথম কাজ, যেখানে আমি অন্যের গল্পে মুগ্ধ হয়ে নির্মাণ করেছি। এটা আমার জীবনের অন্যতম সেরা জার্নি।”
সিনেমাটিতে ‘হ্যাঁ’ বলার আগে ৫ ঘণ্টা এই সিনেমার গল্প শুনেন অভিনেতা সিয়াম আহমেদ। এই নায়ক বলেন, “এই সিনেমার গল্প শুনেছি প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে। এটাই আমার জীবনের সবচেয়ে লম্বা গল্প শোনা। কিন্তু প্রতিটি মিনিটই ছিল রোমাঞ্চকর। সব বাধা পেরিয়ে শুটিং শেষ করতে পেরে আমি তৃপ্ত। এটা আমার ফিল্মক্যাম্প জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র গল প শ র গল প চর ত র আহম দ
এছাড়াও পড়ুন:
শিক্ষার মানোন্নয়নে ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের চুক্তি সই
ছবি: ব্রিটিশ কাউন্সিলের সৌজন্যে