মাদারীপুরে দুটি স্কুলে আশ্রয়ণ প্রকল্পের বহুতল ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দি গ্রামের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয় ও সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের এমএল উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত বহুতল ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন:

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষকের পদ বাতিল

নেত্রকোণায় ৩ ছাত্রীকে বেত্রাঘাত, শিক্ষককে অব্যাহতি

এ অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো.

আখতারুজ্জামান (বুলবুল)। এ সময় দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপুসহ চার সদস্যের টিম উপস্থিত ছিলেন।

উপপরিচালক মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘‘দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকৌশলী এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকিতে আশ্রয়ণ প্রকল্পের ভবন নির্মাণ করেছে মারুফ ইন্টারন্যাশনাল নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ভবনগুলো নির্মাণে গুরুতর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।’’ 

তিনি বলেন, ‘‘এরমধ্যে রাজৈরের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ভবনে গুরুতর অভিযোগ হচ্ছে, পাইলিং ৭০ ফুট দেওয়ার কথা কিন্তু সেখানে ৩০ ফুট দেওয়া হয়েছে এবং টেন্ডারে ৫৪টি পাইলিং থাকলেও ৪৯টি পাইলিং করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘একই ধরনের অভিযোগের ভিত্তিতে মস্তফাপুর ইউনিয়নের এমএল উচ্চ বিদ্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত বহুতল ভবনে অভিযান পরিচালনা করা হয়। টেকনিক্যাল ও ল্যাব টেস্টের পর সবগুলো রিপোর্ট দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।’’ 

তিনি আরো জানান, মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ৩ তলা ভবনের জন্য প্রায় ৩ কোটি টাকা ও এমএল উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ৪ তলা ভবনের জন্য প্রায় ৪ কোটি বরাদ্দ করেছে সরকার। এ দুটি টেন্ডারের সকল প্রয়োজনীয় কাগজপত্রের চাহিদা দেওয়া হয়েছে। হাতে পেলে যাচাই-বাছাই করে প্রধান কার্যালয়ের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/বেলাল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য ন

এছাড়াও পড়ুন:

মিষ্টির শিরায় তেলাপোকা, চট্টগ্রামে নামী দোকানকে জরিমানা

মিষ্টির শিরায় মিশে রয়েছে নানা ধরনের পোকামাকড়। ওপরে ভাসছে তেলাপোকার পাখা। চট্টগ্রামের একটি নামী মিষ্টির দোকানের কারখানার চিত্র এটি। আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ দৃশ্য ধরা পড়ে। পরে এই দোকানকে জরিমানা করে অধিদপ্তর।

ওই মিষ্টির দোকানটির নাম হাইওয়ে সুইটস। নগরের লালখান শাখায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে এ দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেব নাথ।

অধিদপ্তর সূত্র জানায়, একই অভিযানে নগরের লালখান এলাকার ওরেগানো মোনাফা ভান্ডারি মার্কেট নামক একটি দোকানে মেয়াদবিহীন খাদ্যদ্রব্য বিক্রি করায় ১০ হাজার টাকা, নিউ প্রিন্স হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য ৪ হাজার টাকা এবং পণ্যের মোড়কবিধি লঙ্ঘন করায় মুক্তি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ১ লাখ ৭৪ হাজার টাকা।

জানতে চাইলে অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, হাইওয়ে সুইটসে মিষ্টির শিরায় তেলাপোকা দেখা গেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। বিভিন্ন অপরাধে আরও ৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মিষ্টির শিরায় তেলাপোকা, চট্টগ্রামে নামী দোকানকে জরিমানা