বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

সাতক্ষীরায় ডা. শহিদুলের মনোনয়ন দাবিতে হরতাল পালন

রংপুর-৩: জাতীয় পার্টির আসন দখলে নিতে প্রচারণা শুরু বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার একদিনের মাথায় এ তথ্য জানালো এনসিপি।

এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মঙ্গলবার বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি। এই সপ্তাহের মধ্যেই শখানেকের নাম প্রকাশ করা হবে।”

ঢাকা/রায়হান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ জ ত য় ন গর ক প র ট এনস প ব এনপ এনস প

এছাড়াও পড়ুন:

বাবুল’র উদ্যোগে ৩০০ শয্যা হাসপাতালের পরিচ্ছন্ন কার্যক্রম চলমান

বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল এর উদ্যোগে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপার ডা. মো. আবুল বাশার এর নির্দেশনায় হাসপাতালের  প্রবেশ পথ থেকে শুরু করে সকল অলিগলির রাস্তা, হাসপাতালের ১ম ফ্লোর, ২য় ফ্লোর ও আবাসিক কোয়াটার তার নিজস্ব কর্মী দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও ফুল গাছের পরিচর্যা এবং ড্রেন পরিস্কার করান।

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে, বায়ু দূষণ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় নিয়ে নিজস্ব কর্মী দিয়ে হাসপাতাল পরিস্কারের কাজ করান।  

এ ব্যাপারে আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমার বাড়ির খুব কাছেই এই হাসপাতালটি, নাগরিক দায়িত্ব থেকে এই হাসপাতালের চিকিৎসা সেবা ও পরিবেশ উন্নয়নে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আমি ভবিষ্যতেও জনগণের স্বার্থে কাজ করে যাব। 
উল্লেখ্য যে গত ২৩ অক্টোবর ৩০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করেন আবু জাফর আহমেদ এবং নিজ অর্থায়নে ২জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেন।

এছাড়াও তার পক্ষে সেচ্ছাসেবক দিয়ে তিনি নিয়মিত এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও তার এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
 

সম্পর্কিত নিবন্ধ