Prothomalo:
2025-11-10@07:05:06 GMT

একঝলক (৪ নভেম্বর ২০২৫)

Published: 4th, November 2025 GMT

ছবি: সাইয়ান

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফিফা দ্য বেস্ট ২০২৫: বছরের সেরা খেলোয়াড়ের মনোনয়ন ঘোষণা

ব্যালন ডি’অর শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ফুটবল দুনিয়ার আরেক মর্যাদাপূর্ণ পুরস্কারের উত্তেজনা- ফিফা দ্য বেস্ট ২০২৫। প্রতি বছরের মতো এবারও এই আসরে মৌসুমের সেরা পারফর্মারদের সম্মান জানানো হবে। আর এরই মধ্যে ঘোষণা করা হয়েছে বছরের সেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকা।

২০২৫ সংস্করণের জন্য মনোনীতদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। এ ক্লাবের চারজন তারকা জায়গা পেয়েছেন এ তালিকায়।

আরো পড়ুন:

ইংল্যান্ড দলে ফিরলেন বেলিংহাম-ফোডেন, চমক অ্যালেক্স স্কট

নেপাল ও ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

সর্বশেষ ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে এবার ফিফা দ্য বেস্ট জয়ের দৌড়েও রয়েছেন। যা তার জন্য হতে পারে একই বছরে এক অসাধারণ ‘ডাবল ট্রায়াম্ফ’। তার সতীর্থ আশরাফ হাকিমি, যিনি পুরো মৌসুমে ডান প্রান্তে দুর্দান্ত ছিলেন এবং নুনো মেন্ডেস, বামদিকে সমানভাবে প্রভাব বিস্তারকারী, দুজনেই আছেন মনোনয়নে। চতুর্থ পিএসজি তারকা ভিতিনহাও জায়গা করে নিয়েছেন তালিকায়।

বার্সেলোনা থেকেও এসেছে কয়েকটি পরিচিত নাম। ব্যালন ডি’অরের রানার-আপ লামিনে ইয়ামাল রয়েছেন ফিফা দ্য বেস্ট মনোনয়নে। তার সঙ্গে ক্লাব ও জাতীয় দলের সতীর্থ পেদ্রি, যিনি পুরো মৌসুমে মধ্যমাঠের প্রাণ ছিলেন, তাকেও দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। বার্সার আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনহাও মনোনীত হয়েছেন, হানসি ফ্লিকের ট্রফিজয়ী দলের সাফল্যে তার অবদানের স্বীকৃতি হিসেবে।

এদিকে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, যিনি গোল আর অ্যাসিস্টে এখনও অপ্রতিরোধ্য, স্বাভাবিকভাবেই আছেন সংক্ষিপ্ত তালিকায়। বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, সামনে থেকে গোলের জোয়ার তোলার জন্য স্থান পেয়েছেন মনোনয়নে। আর চেলসির তরুণ তারকা কোল পামার ও লিভারপুলের মিশরীয় জাদুকর মোহাম্মদ সালাহ এই মর্যাদাপূর্ণ তালিকাটি পূর্ণ করেছেন।

এমন তারকায় ভরপুর মনোনয়ন তালিকা দেখে একটিই প্রশ্ন- ফিফা দ্য বেস্ট ২০২৫-এর মুকুট কার মাথায় উঠবে?

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আবেদন শুরু
  • আজ টিভিতে যা দেখবেন (১০ নভেম্বর ২০২৫)
  • সাসটেইনেবিলিটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড পেল ইউনিলিভার বাংলাদেশ
  • ফাইন ফুডসের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩১৪.৫২ শতাংশ 
  • একঝলক (৯ নভেম্বর’২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৯ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বোর্ডের দ্বাদশের ইটিসি-বিটিসি-বিষয়-গ্রুপ-ছবি পরিবর্তন, সময় বৃদ্ধি ৩০ নভেম্বর পর্যন্ত
  • একঝলক (৮ নভেম্বর ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৮ নভেম্বর ২০২৫)
  • ফিফা দ্য বেস্ট ২০২৫: বছরের সেরা খেলোয়াড়ের মনোনয়ন ঘোষণা